মোহনবাগান – ১ (অজয় সিং)
সাদার্ন সমিতি – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যখন সেজে উঠেছে রেড রোড, তখন তেরঙ্গায় সুসজ্জিত মঞ্চ দেখতে দেখতে মোহনবাগান মাঠে প্রবেশ করলেন বাগান সমর্থকরা৷ রবিবার বৃষ্টিভেজা বাগান গ্যালারিতেও লাগল স্বাধীনতার রং৷ গ্যালারিতে উড়ল জাতীয় পতাকা৷ আর সেইসঙ্গেই কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করে ফ্যানদের স্বাধীনতা দিবসের আগাম সেলিব্রেশনের রশদ জোগালেন শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা৷
এরিয়ান আর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে যেমন বড় ব্যবধানে জয় এসেছিল, এদিন অবশ্য তেমনটা হল না৷ বাগান কোচ শঙ্করলাল অবশ্য আগে থেকে সেই আঁচ করেছিলেন৷ কারণ এবারের সাদার্নে অসীম বিশ্বাস, দীপক মণ্ডলের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন৷ তাই বুঝেসুঝে পা ফেলছিলেন কোচ৷ ছেলেরা যাতে অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভোগে, সেদিকেও নজর ছিল তাঁর৷ দিনের শেষে এল সাফল্য৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আজহারের অনবদ্য মাইনাস থেকে জয়সূচক গোলটি করলেন অজয় সিং৷ ৬৮ মিনিটে তপনের বদলি হিসেবে নেমে ৯ মিনিটেই গোল দিলেন৷ আর তাতেই দলে স্বস্তি ফিরল৷ কোচ শঙ্করলালের মুখে আরও একটা কারণে হাসি ফুটল৷ দল শুধুই ডাফি ও প্রবীর নির্ভর হয়ে পড়েনি৷ সঞ্জয় বালমুচু, শরণ সিং, আজহার সবাই ভাল পারফর্ম করছেন৷ ছেলেদের দলগত খেলার প্রশংসা করলেন শঙ্করলাল৷
দ্বিতীয়ার্ধে অবশ্য জোর লড়াই দিয়েছিল সুব্রত ভট্টাচার্যর (পটলা) দল৷ কিন্তু বাগানের রক্ষণ ভাঙতে ব্যর্থ হন অসীমরা৷ তিন ম্যাচে ন’পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড৷
The post জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে মোহনবাগান appeared first on Sangbad Pratidin.