সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে সেন্সর বোর্ডকে একহাত নিলেন প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ টুইটারে কার্যত সিবিএফসিকে তুলোধোনা করেছেন অনুরাগ এবং ভারতকে রীতিমতো উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেছেন৷
প্রথম ঝলক প্রকাশের পর থেকেই বিতর্কে শাহিদ-করিনা-আলিয়ার এই ছবি৷ ছবির বিষয়ের সঙ্গে সঙ্গে ভাষা নিয়েও আপত্তি তোলে সেন্সর বোর্ড৷ টুইটারে অনুরাগের দাবি, ছবিতে মোট ৮৯টি দৃশ্য বাদ দেওয়ার দাবি জানায় সিবিএফসি৷ এর বিরুদ্ধে সংশোধনী কমিটিতে গিয়েও লাভ তো হয়ইনি, উল্টে আরও ক্ষতি হয়েছে আনুরাগের সাধের ছবির৷
আপত্তি ওঠে ‘উড়তা পাঞ্জাব’-এর ‘পাঞ্জাব’ শব্দেই৷ শোনা গিয়েছে পাঞ্জাবে ক্ষমতাসীন অকালি দলই প্রধানত আপত্তি তুলেছে বলিউডের এই রিয়েলিস্টিক ছবি নিয়ে৷ এদিন টুইটারে অনুরাগ বলেন, যারা ‘উড়তা পাঞ্জাব’-এর বিপক্ষে, তারা আসলে মাদকেরই পক্ষে৷
সুত্রের খবর, নিজের ছবি নিয়ে লড়াই চালিয়ে যাবেন অনুরাগ৷ খুব শিগগিরিই সেন্সর বোর্ডের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে যাবেন তিনি৷ আগামী ১৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘উড়তা পাঞ্জাব’-এর৷ তা হবে কিনা, সে প্রশ্নের উত্তর সময়ই দেবে৷
The post ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে সেন্সর বোর্ডকে খোঁচা অনুরাগের appeared first on Sangbad Pratidin.