shono
Advertisement

Breaking News

Champions Trophy

'ভারত না বলার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করো', পিসিবির মান বাঁচাতে বার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের

'ভারত বয়কট করলে আমরা কোথায় দাঁড়াব?' পাক বোর্ডকে সাবধান করছেন সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 10:29 AM Dec 11, 2024Updated: 10:29 AM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক এখনও ফুরোয়নি। পাকিস্তান হাইব্রিড মডেলে এখনও নিমরাজি। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় পিসিবি চাপে পড়েছে আরও। তারই প্রমাণ পাওয়া গেল প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফের গলায়। তিনি জানালেন, বিসিসিআইয়ের পদক্ষেপ নেওয়ার আগে পিসিবি-র উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা।

Advertisement

পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না। কিন্তু আইসিসির লাগাতার চাপে হার মানতে হয়েছিল পিসিবি। দিন কয়েক আগেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান। তার পরেই সূত্র মারফত জানা যায়, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে।

অর্থাৎ বিসিসিআইয়ের চাপে যে কাজ হয়েছিল, তা একপ্রকার স্পষ্ট। তাতেও হার মানতে রাজি নয় পিসিবি। এবার প্রাক্তন পাক তারকা রশিদ লতিফের বক্তব্য, "পাকিস্তানেরই উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা। বিসিসিআই কোনও পদক্ষেপ করার আগে পিসিবির উচিত বয়কট করা। বার বার আমাদের উপরে কোপ নেমে আসছে। সেটা ক্রিকেটে হোক বা আফগানিস্তানের যুদ্ধে। আসলে পিসিবি, এসিবি আর আইসিসির অবস্থা একই রকম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়ার ক্ষমতা কারওর। সবাই মিলে এখন পাকিস্তানকে সামনে এগিয়ে দিয়েছে। কিন্তু যদি ভারত বয়কট করে দেয়, তাহলে আমরা কোথায় যাব?"

এমনিতেই হাইব্রিড মডেলের জন্য নতুন শর্ত চাপাতে চাইছে পাক বোর্ড। তাদের দাবি, আইসিসিকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যেন ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি পায় পাকিস্তান। শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা সময়ই বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক এখনও ফুরোয়নি। পাকিস্তান হাইব্রিড মডেলে এখনও নিমরাজি।
  • জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় পিসিবি চাপে পড়েছে ঠিকই।
  • তবে ভাঙলেও মচকাতে রাজি নয় তারা। তারই প্রমাণ পাওয়া গেল প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফের গলায়।
Advertisement