shono
Advertisement
Champions Trophy

রোহিতদের প্রস্তুতি ম্যাচ ঘিরেও জটিলতা! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই মুখোমুখি ভারত-বাংলাদেশ?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচও বাংলাদেশের বিরুদ্ধে।
Published By: Arpan DasPosted: 05:43 PM Jan 27, 2025Updated: 05:43 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে মেগা টুর্নামেন্ট। তার আগে মরুশহরেই প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা। টুর্নামেন্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মেন ইন ব্লু।

Advertisement

কিন্তু কোন দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা? সেক্ষেত্রে উঠে আসছে দুটি সম্ভাবনার কথা। একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে, ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচও তাদের বিরুদ্ধেই। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। অর্থাৎ, প্রতিযোগিতা শুরুর আগেই একবার সম্মুখ সমরে নামবে ভারত-বাংলাদেশ।

আর সেটাই সমস্যার। যেহেতু কয়েকদিন পরই দুই দল মুখোমুখি হবে, তাই এই ম্যাচ আয়োজন করা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া হাইব্রিড মডেলে একমাত্র ভারতই দুবাইয়ে খেলবে। ফলে ভারতের বিরুদ্ধে খেলার জন্য কোনও একটি দলকে পাকিস্তান থেকে দুবাইয়ে যেতে হবে। যাত্রার ক্লান্তি, খরচ ইত্যাদি সমস্যায় পড়তে হবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলে। এতকিছু মাথায় রেখে কোনও দলকে প্রস্তুতি ম্যাচের জন্য রাজি করানো বেশ কঠিন হতে পারে আইসিসির পক্ষে। অবশ্য বাংলাদেশও প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে। 

সেক্ষেত্রে বিকল্প পথও খোলা রাখতে হচ্ছে। এমন একটা দলকে বেছে নেওয়া হবে, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে না। সেই হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। যেহেতু তারা ঘরের মাঠে নামবে, তাই বাড়তি কোনও সমস্যাও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলে কি উপযুক্ত 'প্রস্তুতি' নিতে পারবে টিম ইন্ডিয়া? উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলে টুর্নামেন্ট শুরু করবেন রোহিতরা। ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ টালবাহানার পরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে মেগা টুর্নামেন্ট।
  • তার আগে মরুশহরেই প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা।
  • টুর্নামেন্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মেন ইন ব্লু।
Advertisement