সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের বিতর্কিত ঘটনায় নতুন সংযোজন ব্যাটের মাপ। আরসিবি'র ফিল সল্ট থেকে রাজস্থানের শিমরন হেটমায়ার, মাঠের মধ্যে গজ-ফিতে গিয়ে তাঁদের ব্যাট পরীক্ষা করেছেন আম্পায়ার। তবে তাঁরা প্রত্যেকেই পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করেছেন। কিন্তু 'ফেল' করলেন কেকেআরের সুনীল নারিন ও আনরিখ নখিয়া। পরে ব্যাট হাতেও 'ফেল' করলেন নারিন।
মুলানপুরে ব্যাটিং বিপর্যয়ে পাঞ্জাবের কাছে লজ্জার হার নাইটদের। ব্যাট হাতে মাত্র ৫ রান করেন সুনীল নারিন। নাইটদের ইনিংস শুরুর আগে দেখা যায়, আম্পায়ার সায়েদ খালিদ গজ হাতে নারিন ও অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাট পরীক্ষা করে দেখছেন। কিন্তু সেই পরীক্ষায় 'পাশ' করতে পারেননি নাইট ব্যাটার। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যাট বদল করতে বলা হয়। 'অপছন্দে'র ব্যাটে রানও পাননি। তবে অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাট নিয়ে কোনও সমস্যা হয়নি।
পরে একই পরিস্থিতির সম্মুখীন হন আনরিখ নখিয়া। ১১২ রান তাড়া করতে গিয়ে তখন ৯৫ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল কেকেআরের। নখিয়া অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু তার ব্যাটও পরীক্ষা করা হয়। দেখা যায়, রহমানুল্লাহ গুরবাজ আরও তিনটে ব্যাট নিয়ে মাঠে ঢুকছেন। সেখান থেকে একটি ব্যাট বেছে নেন নখিয়া। অবশ্য তিনি ব্যাটের সুযোগ পাওয়ার আগেই সব উইকেট হারায় নাইটরা।
উল্লেখ্য, ব্যাট পরীক্ষা করার নির্দেশ এসেছে খোদ বোর্ডের তরফ থেকে। আইপিএলের কোড অফ কনডাক্টের ৫.৭ ধারা অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বা ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। আর তা চওড়ায় হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। তাছাড়াও ব্লেড ২.৬৪ ইঞ্চির বেশি মোটা হওয়া চলবে না। ব্যাটের কানা হবে সর্বাধিক ১.৫৬ ইঞ্চি। ফিল সল্ট এবং শিমরন হেটমায়ারের ব্যাট পরীক্ষায় 'পাশ' করলেও 'ফেল' করলেন নারিন।
