shono
Advertisement

স্ত্রীকে খোরপোশের ২৪ হাজার টাকা খুচরোয় দিলেন স্বামী, হতবাক আদালত

বোঝো ঠ্যালা! The post স্ত্রীকে খোরপোশের ২৪ হাজার টাকা খুচরোয় দিলেন স্বামী, হতবাক আদালত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM Jul 25, 2018Updated: 04:42 PM Jul 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদের পর খোরপোশ দিতে হবে স্ত্রীকে। দিয়েও দিলেন স্বামী। কিন্তু গুনে শেষ করা গেল না। কেননা ২৪,৬০০ টাকা খুচরোতেই দিয়েছেন ওই আইনজীবী স্বামী। ফলে সেদিনের মতো মামলা মুলতুবি রাখতে বাধ্য হল আদালত।

Advertisement

[  দিল্লিতে পতিতাবৃত্তি বন্ধ করাই টার্গেট, পথে নামছেন স্বাতী মালেওয়াল ]

পাঞ্জাবের এক জেলা আদালতে ঘটে ঘটনাটি। এখানে স্বামী নিজেই পেশায় আইনজীবী। ফলে আইনের বিধি তাঁর কাছে অজানা নয়। স্ত্রীকে খোরপোশ দিতে হবে। কিন্তু কোথাও লেখা নেই যে, তা খুচরোয় দেওয়া যাবে না। ফলে খোরপোশ সংক্রান্ত মামলায় খুচরোতেই ২৪ হাজারের বেশি টাকা দিয়েছেন তিনি। বিচ্ছেদ হয়েছে অনেকদিনই। কিন্তু গত দু’মাস তিনি খোরপোশ দিচ্ছিলেন না। অভিযোগ করেন তাঁর স্ত্রী। চেয়েও টাকা না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। মামলা ওঠে, এবং আদালত জানায় গাফিলতি স্বামীরই। টাকা দেওয়ার নির্দেশ যখন আছে, তখন তাঁকে তা দিতেই হবে। আইনজীবী জানান, তাঁর আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে পড়েছে। তাই তিনি টাকা দিতে পারেননি। যদিও স্বামীর একটা কথাও বিশ্বাস করেননি প্রাক্তন স্ত্রী। মহিলার প্রশ্ন, যে লোক নিয়মিত আদালতে প্র্যাকটিস করছেন, যাঁর হাই প্রোফাইল ক্লায়েন্ট আছে, তাঁর হাতে টাকা নেই এ কথা কি বিশ্বাস করা যায়? মহিলার যুক্তি মানে আদালত। ওই ব্যক্তিকে দু’মাসের জন্য মোট ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই প্রায় ২৪ হাজার ৬০০ টাকা খুচরোতে তিনি স্ত্রীকে দেন। এবং জানান, কোথাও তো লেখা নেই যে নোটেই দিতে হবে, খুচরোয় খোরপোশ দেওয়া যাবে না। সুতরাং টাকা দেওয়ার কথা, তাই-ই দিয়েছেন তিনি। অকাট্য যুক্তি খণ্ডানোর উপায় নেই। কিন্তু এত টাকা গুনতে গুনতে আদালত বন্ধ হয়ে যাবে। ফলে মুলতুবি রাখতে হয় মামলাটি।

[ বাঁচতে চাইলে গরুর ব্যবসা বন্ধ করুন, মুসলিমদের বার্তা আজম খানের ]

গজগজ করে স্ত্রী শুধু বলছেন, এ সব শুধুই তাঁকে হেনস্তা করার পরিকল্পনা। দূরে দাঁড়িয়ে স্বামী বলছেন, আইনের বাইরে তো একটা কাজও করেননি তিনি। আইন আর কী করে! আপাতত পরবর্তী শুনানির দিন দেওয়া ছাড়া বিচারকেরও আর কিছু করার ছিল না।

The post স্ত্রীকে খোরপোশের ২৪ হাজার টাকা খুচরোয় দিলেন স্বামী, হতবাক আদালত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার