shono
Advertisement

‘চন্দ্রযান ৩’ সফল হতেই ছবি বানানোর হিড়িক! তুমুল ঝামেলা প্রযোজক-পরিচালকদের

জমা পড়েছে একডজন সিনেমার নাম!
Posted: 12:32 PM Aug 25, 2023Updated: 12:32 PM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদে ভারত! আর ফিল্ম মেকাররা চিত্রনাট্যের খাতা নিয়ে তৈরি! হ্য়াঁ, ফিল্মি সূত্র বলছে, ‘চন্দ্রযান ৩’ চাঁদে পা রাখার পরই দেশের এই সাফল্য নিয়ে ছবি তৈরি করতে প্রস্তুত প্রায় একডজন প্রযোজক ও পরিচালক। ইতিমধ্য়েই নাকি ছবির টাইটেল ঠিক করে ইম্পা, প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে ভিড় জমিয়েছেন ইন্ডাস্ট্রির মানুষরা।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্য়েই বেশ কিছু নাম জমা পড়েছে। যার মধ্যে রয়েছে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান’, ‘চন্দ্রযান ৩- দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পর’। অনেকে নাকি আবার শুধু ছবির নাম নয়, কাস্টিং নিয়েও হাজির হয়েছেন বহু প্রযোজক ও পরিচালক।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী, বহু আবেদন এসেছে তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেওয়া হবে। আগামী সপ্তাহে তাঁরা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন।

[আরও পড়ুন:প্রিয়াঙ্কার প্রেমে ‘কুরবান’ অঙ্কুশ, নতুন ছবিতে বড় চমক জুটির]

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। এবার নজর রোভার প্রজ্ঞানের (Pragyan) দিকে। বিক্রম চাঁদের মাটিতে নামার প্রায় চার ঘণ্টা পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রাভিযানের মূল উদ্দেশ্য পূরণ করার মূল দায়িত্ব রয়েছে এই প্রজ্ঞানের উপরেই। কিন্তু সে কাজ করবে মাত্র ১৪ দিন।

[আরও পড়ুন: ‘আপনাদের জন্যই…’, জাতীয় পুরস্কার জিতে কাদের ধন্যবাদ জানালেন ‘গাঙ্গুবাই’ আলিয়া?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement