shono
Advertisement

৯০ কেজি ক্ষীরের চন্দ্রযান ৩! দেখতে স্বাধীনতা দিবসে দুর্গাপুরের মিষ্টির দোকানে ভিড়

ব্যাপারটা কী?
Posted: 07:55 PM Aug 15, 2023Updated: 08:24 PM Aug 15, 2023

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ক্ষীরের চন্দ্রযান ৩! দেখতে রীতিমতো হুড়োহুড়ি আমজনতার। ভাবছেন তো ব্যাপারটা কী? স্বাধীনতা দিবসে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির মামড়া বাজারের মিষ্টি বিক্রেতা বানালেন ক্ষীরের চন্দ্রযান।

Advertisement

চাঁদের খুব কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩। এই সাফল্যের জন্য ইসরোকে সম্মান জানাতে ক্ষীরের চন্দ্রযান-৩ তৈরি করলেন দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির মামড়া বাজারের এক মিষ্টি বিক্রেতা। উপকরণ ৯০ কেজি ক্ষীরের খোয়া আর সাদা চকলেট। চন্দ্রযানকে হুবহু বাস্তবের মতো করতে লাগানো হয়েছে রঙিন এলইডি লাইটও। মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে এই চন্দ্রযান দেখতে উপচে পড়ছে ভিড়।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: খুনের আসামি ধরা থেকে মানবিকতার নজির, ভারতীয় পুলিশ পদক পাচ্ছেন পুরুলিয়ার জয়ন্ত]

জানা গিয়েছে, আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই ক্ষীরের চন্দ্রযান-৩ শোভা পাবে ওই দোকানের সামনে। দোকান মালিক দেবাশিস ঘোষ বলেন, “বিশ্বের কাছে ভারতকে আরও উচ্চস্থানে তুলে দিয়েছে এই চন্দ্রযান। আগের ব্যর্থতা ভুলিয়ে এবার চাঁদের খুব কাছেই এই যান। স্বাধীনতা দিবসে এর থেকে গর্বের আর কী হতে পারে। তাই ইসরোকে সম্মান জানিয়ে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য।” 

[আরও পড়ুন: কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে চলল ছররা গুলি, প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভে অধীর চৌধুরী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার