shono
Advertisement
Supreme Court

দেশে ডাক্তারের বড় অভাব! মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মেধাতালিকা থেকেই শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির নির্দেশ আদালতের।
Published By: Kishore GhoshPosted: 10:57 PM Dec 22, 2024Updated: 10:57 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো বড় দেশে ডাক্তারের বড় অভাব। সেকথা মাথায় রেখে মেডিক্যাল কলেজে ভর্তির বিষয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা কাম্য নয়। ফাঁকা আসনগুলি পূরণে বিশেষ কাউন্সেলিংয়েরও নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে মেডিক্যাল পরীক্ষার্থীদের মেধাতালিকা থেকেই ভর্তি করানোর কথা বলল আদালত।

Advertisement

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেয়, মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক স্তরের কোর্সের যে আসনগুলি ফাঁকা রয়েছে, সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে একটি বিশেষ কাউন্সেলিং গঠন করতে হবে। কারণ ডাক্তারি পড়ুয়াদের এই আসন অত্যন্ত মূল্যবান। আসনগুলি কখনই নষ্ট হওয়া উচিত নয়। ভারতের বড় দেশে ডাক্তারের অভাবের কথা বিবেচনা করেই একথা বলে দুই বিচারপতির বেঞ্চ। যাবতীয় প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয় আদালতের তরফে।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET) পাশ করেই মেডিক্যালে ভর্তির সুযোগ মেলে। এক্ষেত্রেও কোনও মেডিক্যাল কলেজ সরাসরি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না। পরীক্ষার্থীদের অপেক্ষমান মেধাতালিকা থেকেই মেডিক্যালের শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি করানো হবে। এই বিষয়ে ব্যবস্থা নেবেন রাজ্য স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন পাশাপাশি যে সব মেডিক্যাল কলেজে অনাবাসী কোটায় আসন ফাঁকা রয়েছে, সেগুলিকেও সাধারণ বা জেনারেল ক্যাটেগরিতে বদলে ফেলারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেয়।
  • ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET) পাশ করেই মেডিক্যালে ভর্তির সুযোগ মেলে।
Advertisement