shono
Advertisement

প্রকাশ্যে আম নাগরিকের হাতে চাবুকের মার খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী! দেখুন ভিডিও

কারণ জানলে অবাক হবেন।
Posted: 04:09 PM Nov 05, 2021Updated: 04:09 PM Nov 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তাঁর ৬০। তবুও শরীর যে এখনও যথেষ্ট শক্তসামর্থ তার প্রমাণ মিলল। গোবর্ধন পুজো (Govardhan Puja) উপলক্ষে শরীরে চাবুকের মার সহ্য করলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। নিজেই সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আশ্চর্য ভিডিও দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের।

Advertisement

ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? সেখানে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী পাগড়ি ও পোশাক করে রাজ্যের দুর্গ জেলার এক গ্রামে গোবর্ধন পুজোর মণ্ডপে উপস্থিত রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। নিজের ডান হাতটি সামনের দিকে তুলে রেখেছেন তিনি। আর সেই হাতে চাবুক দিয়ে আঘাত করে চলেছেন এক ব্যক্তি। পরপর ঘা খেয়েও প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ভূপেশ। তাঁর এই নির্লিপ্তি দেখে বিস্মিত নেটিজেনরা।

[আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ৫ মহিলা-সহ ছ’জন দিনমজুরকে পিষে দিল লরি]

ভিডিওটি শেয়ার করে ভূপেশ লিখেছেন, ”রাজ্যের মঙ্গল কামনা ও সৌভাগ্যের জন্য আজ জাঞ্জগিরিতে সোটার আঘাত সহ্য করার প্রথা পালন করেছি। সমস্ত বাধার নাশ হোক।” প্রসঙ্গত, ‘সোটা’ হল কুশ নির্মিত এক ধরনের চাবুক। বিশ্বাস, এই চাবুকের মার শরীরে ধারণ করলে মনষ্কামনা পূর্ণ হয়।

দিওয়ালির পরের দিনে প্রতি বছরই হয় গোবর্ধন পুজো। পুরাণ অনুসারে, শ্রীকৃষ্ণ এদিনই তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ইন্দ্রের ক্রোধের হাত থেকে গোকুলের মানুষকে রক্ষা করেছিলেন। সেই থেকেই এই দিনটিতে কুশের সোটার মার সহ্য করে সৌভাগ্য কামনা করেন মানুষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে গোবর্ধন পুজোর শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পাশাপাশি উৎসব উপলক্ষে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভূপেশ বাঘেলও। তিনি বলেন, ”নিজেদের মাটি ও অস্তিত্বকে রক্ষা করা সকলের দায়িত্ব।”

[আরও পড়ুন: Coronavirus: দেশে করোনার দৈনিক পরিসংখ্যানে স্বস্তি, ব্রিটেনে ছাড়পত্র পেল প্রথম করোনার ওষুধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement