সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলপ্রপাতে ডুবে মৃত্যু হল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাওয়ারের ভাগ্নে তুষার সাহুর। রবিবার কবিরধাম জেলার কবর্ধা এলাকার রানিধারা জলপ্রপাতে। দীর্ঘ তল্লাশির পর সোমবার সকালে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
ছত্তিশগড়ের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই রানিধারা জলপ্রপাত। রবিবার সেখানেই ৬ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বছর কুড়ির তুষার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বন্ধুদের দেখাদেখি জলপ্রপাতে নেমেছিলেন তিনি। তবে ভরা বর্ষার জেরে সেখানে জলের টান অত্যন্ত শক্তিশালী হওয়ায় গভীর জলে সামলাতে পারেননি তুষার। জলপ্রপাতের স্রোতের টানে ডুবে যান তিনি। প্রাথমিকভাবে বন্ধুরা খোঁজখবর শুরু করলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। এর পর সেখান থেকে ফিসে এসে পুলিশের খবর দেন তাঁর বন্ধুরা। পুলিশ এসে ডুবুরি নামিয়ে শুরু করে তল্লাশি অভিযান।
[আরও পড়ুন: আক্রান্ত সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশে আটকে ১৯ হাজার ভারতীয়, সংসদে জয়শংকর]
ডুবুরি নামিয়ে ওই জলপ্রপাতে প্রায় সারারাত ধরে চলে তল্লাশি অভিযান। রায়পুর থেকে দুটি হেলিকপ্টারে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছায়। এর পর সোমবার উদ্ধার হয় উপমুখ্যমন্ত্রীর বোনের ছেলের দেহ। ডুবুরিরা একটি বড় পাথরের চাঁইয়ের খাঁজ থেকে উদ্ধার করেন মুখ্যমন্ত্রীর বোনের ছেলের দেহ। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি বর্ষার জেরে জলের টান বেশি থাকায় জলে নেমে সামলাতে পারেননি ওই যুবক যার জেরেই ঘটে দুর্ঘটনা।
[আরও পড়ুন: ‘সব স্বৈরাচারীদের জন্য এটা শিক্ষা’, হাসিনাকে ঢাল করে মোদিকে আক্রমণ ফারুকের]
উল্লেখ্য, রানিধারায় জলপ্রপাতে বর্ষায় সময় এই ধরনের ঘটনা হামেশাই চোখে পড়ে। ছত্তিশগড়ের অত্যন্ত জনপ্রিয় এই জলপ্রপাত। বর্ষায় এই ধরনের ঘটনা সেখানে আগেও একাধিকবার ঘটেছে।