সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, ইতিমধ্যেই সেই অভিযোগ উঠতে শুরু করেছে৷ এই অভিযোগে সরব হয়েছেন অটল বিহারী বাজপেয়ীর ভাইঝিও৷ বিরোধীদের গলাতেও শোনা গিয়েছে সেই একই অভিযোগের সুর৷ অভিযোগ-পালটা অভিযোগের মাঝেই আরও বিতর্ক উসকে দিলেন ছত্তিশগড়ের দুই মন্ত্রী৷ বাজপেয়ীর স্মরণসভাতে বসেই রীতিমতো হাসিঠাট্টা করতে দেখা গেল তাঁদের৷ সেই ভিডিওই আপাতত নেটদুনিয়ায় সাড়া ফেলেছে৷
[অটলজির নাম ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি, বিস্ফোরক বাজপেয়ীর ভাইঝি]
দীর্ঘদিন ধরে দিল্লির এইমসে ভরতি ছিলেন বাজপেয়ী৷ মূত্রনালিতে সংক্রমণের জেরে প্রথমে হাসপাতালে ভরতি হন তিনি৷ তাঁর কিডনিও পুরোপুরি বিকল হয়ে যায়৷ সংক্রমণ ছড়ায় পাকস্থলীতেও৷ মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷ ১৬ আগস্টই থমকে যায় তাঁর জীবনযুদ্ধ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইহলোক ছেড়ে পাড়ি দেন অমৃতলোকের পথে৷ এরপর তাঁর বাসভবন কৃষ্ণ মার্গে নিয়ে যাওয়া হয় দেহ৷ সেখান থেকে পরদিনই দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির দলীয় কার্যালয়ে৷ বিকেলে স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷ যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, উত্তরাখণ্ডের প্রত্যেকটি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম৷ শুধু উত্তরাখণ্ডেই নয় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেই স্মরণসভার আয়োজন করা হয়৷ গত বুধবার ছত্তিশগড়ে পৌঁছায় বাজপেয়ীর অস্থিকলস৷ রাজ্যের প্রত্যেকটি নদীতে চিতাভস্ম ভাসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ আয়োজন করা হয় স্মরণসভার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং৷ সেই মঞ্চেই বসে ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল ও স্বাস্থ্য মন্ত্রী অজয় চন্দ্রকার৷ এই স্মরণসভার ভিডিওই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ ভিডিওয় দেখা গিয়েছে, স্মরণসভার মঞ্চে বসেই একে অপরের হাত ধরে খিলখিলিয়ে হাসছেন দুই মন্ত্রী৷ হাসতে হাসতে স্বাস্থ্য মন্ত্রী অজয় চন্দ্রকারকে টেবিল চাপড়াতেও দেখা গিয়েছে৷ এমন সময় পাশেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ধরমলাল কৌশিক৷ ভিডিওতে দেখা গিয়েছে হাত ধরে টেনে তিনি স্মরণসভায় বসে হাসিঠাট্টা করতে বারণ করেন তাঁদের৷
[বন্যা পরিস্থিতির জন্য দায়ী তামিলনাড়ু, সুপ্রিম কোর্টে দাবি কেরল সরকারের়়]
হাসিঠাট্টার ভিডিওকেই অস্ত্র করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা৷ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈলেশ নীতিন ত্রিবেদী বলেন, ‘‘বাজপেয়ী জীবিত থাকাকালীন বিজেপি তাঁকে গুরুত্ব দেয়নি৷ মৃত্যুর পরেও তাঁকে অসম্মান করা হচ্ছে৷’’ তাঁর দাবি, বাজপেয়ীর মৃত্যু নিয়ে বিজেপি যে রাজনীতি করছে, তার প্রমাণই হল স্মরণসভায় বসে দুই মন্ত্রীর হাসিঠাট্টা৷
The post বাজপেয়ীর স্মরণসভার মঞ্চেই হাসিঠাট্টা দুই মন্ত্রীর, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.