shono
Advertisement

Breaking News

অন্ধ্রপ্রদেশে পড়তে গিয়ে বাংলার ছাত্রীর মৃত্যু, CID তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

১৪ জুলাই মৃত্যু হয় নাবালিকার।
Posted: 08:09 PM Aug 22, 2023Updated: 08:12 PM Aug 22, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অন্ধ্রপ্রদেশে বাংলার ছাত্রী রহস‌্যমৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তাঁর নির্দেশের পরপরই সিআইডির তদন্তকারী একটি দল গিয়ে মৃত ছাত্রীর বাবা শুকদেব সাহার সঙ্গে কথা বলেন। এদিনই নেতাজি ইন্ডোরের সভার পর এ নিয়ে সরকারের তরফে মানবিকভাবে বিষয়টি তদারকির জন‌্য মন্ত্রী অরূপ বিশ্বাসকেও বলে দিয়েছেন মুখ‌্যমন্ত্রী। সিআইডি দায়িত্ব নেওয়ার পর তাদের একটি দল অন্ধ্রপ্রদেশ যাওয়ার কথা। এ বিষয় ৮ আগস্ট মামলা হয়েছে অন্ধ্র হাই কোর্টে। এক মাসের মধ্যে সেখানে সিসিটিভি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আদালতে তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোয় সেদিকেও নজর রাখা হচ্ছে।

Advertisement

টালিগঞ্জের নেতাজিনগরের বাসিন্দা ওই নাবালিকা বিশাখাপত্তনমের একটি প্রতিষ্ঠানে পড়তে গিয়েছিল। গত এক বছর সেখানে হস্টেলে থেকে পড়াশোনা করছিল। একইসঙ্গে দ্বাদশ আর নিটের প্রস্তুতি চালাচ্ছিল। পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১ নাগাদ সেখানকার হস্টেল সুপার বাড়িতে ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে সে। ঝাঁপ দিয়ে আত্মহত‌্যা করেছে বলে অনুমানের কথা বলে কর্তৃপক্ষ। পরদিন বিশাখাপত্তনম যান বাবা-মা। ১৬ জুলাই হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়।

[আরও পড়ুন: মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫]

তার বাবা শুকদেববাবুর অভিযোগ, প্রথমে যখন তাঁদের মেয়েকে ভিডিও কলে দেখানো হয়, তখন সে সুস্থই ছিল। কিন্তু দু’দিনের মধ্যে মৃত্যু হল হস্টেল কর্তৃপক্ষের গাফিলতির জন্য। তা ছাড়া হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত‌্যার যে তত্ত্ব হাসপাতাল দিয়েছে, সেখানেও ফাঁক রয়েছে বলে অনুমান। পরিবারের অভিযোগ, হস্টেলের ঘরে মদের বোতল পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন বলেই তাদের মেয়েকে খুন করা হয়। ঘটনা নিয়ে সর্বতোভাবে পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন মুখ‌্যমন্ত্রী। তদন্তের শেষ পর্যন্ত যাওয়ার কথা বলেছেন।

[আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে বাসে চেপে উধাও পঞ্চম শ্রেণির ছাত্রী! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement