বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাসের (Coronavirus) টিকাকরণের প্রস্তুতি জোরকদমে চলছে। আগামী বছরের শুরুতেই এই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা। টিকাকরণে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলেই ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে টিকাকরণে বাচ্চাদের বাদ রাখা হচ্ছে। শিশু বা নাবালকরা নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই আপাতত টিকা পাবেন বলে কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে জানা গিয়েছে।
মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, “টিকাকরণের তালিকায় এখনই বাচ্চাদের রাখা হচ্ছে না। ১৮ বছরের উপর যারা, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্যই টিকার কথা ভাবা হচ্ছে।” বাচ্চাদের এখনই কেন টিকা নয়? সূত্রের খবর, টিকা প্রস্তুতকারী অধিকাংশ সংস্থাই ট্রায়ালের ক্ষেত্রে শিশু, বাচ্চা বা নাবালকদের উপর তা প্রয়োগ করেনি। তাই তাদের সরকার টিকাকরণের তালিকায় এখনই রাখতে চাইছে না। কেন্দ্রের তরফে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বারবার রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় বাচ্চা বা নাবালকদের ক্ষেত্রে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য না থাকায় কেন্দ্র ঝুঁকি নিতে চাইছে না। একটি মাত্র সংস্থা করোনা টিকার ট্রায়াল চালাচ্ছে নাবালকদের উপর। তবে সেই সংক্রান্ত বিশদ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, টিকাকরণের ক্ষেত্রে দেশীয় সংস্থাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারতে এই কর্মসূচির সূচনা ভারতীয় সংস্থার এবং এদেশে তৈরি ভ্যাকসিন দিয়ে হওয়ার সম্ভাবনাই প্রবল। কিন্তু দেশীয় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিও এখনও পর্যন্ত নাবালকদের উপর টিকার ট্রায়াল চালিয়েছে বলে শোনা যায়নি।
[আরও পড়ুন: নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, কমছে অ্যাকটিভ কেস]
এই পরিস্থিতিতে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন শীঘ্রই ভারতে আসতে চলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এখবর জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার বিশ্বাস আমাদের বৈজ্ঞানিকরা আর অল্প সময়ের মধ্যেই টিকার ট্রায়াল পর্ব সম্পন্ন করে ফেলবেন। সরকার ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথমে টিকা দেওয়ার বিষয়ে সম্মতিও দিয়ে দিয়েছে।” যুদ্ধের সময় সেনারা যেভাবে কাজ করেন, করোনা অতিমারীর সময়ে চিকিৎসকরা একইভাবে কাজ করেছেন বলেও তাঁদের প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।