সংবাদ প্রাতিদিন ডিজিটাল ডেস্ক: লঙ্কার ঝাঁজ কমছে বাজারে। ট্রাক ট্রাক কাঁচালঙ্কা ভিনরাজ্য থেকে ঢোকা শুরু করেছে কলকাতায়। আর তার জেরেই ট্রিপল সেঞ্চুরি করা কাঁচালঙ্কা সোমবার দেড়শোতেই আটকে গিয়েছে। এই দাম আরও কমবে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, পঞ্চায়েত ভোটের কারণে হাট থেকে সবজি নেওয়ার তেমন লোক আসছিল না। বাইরে থেকেও মাল আসছিল না। তবে রবিবার কাটিহার থেকে প্রচুর লঙ্কা এসেছে কলকাতার বিভিন্ন বাজারে। আর তা সোমবার পেয়েছেন খদ্দেররা। কাঁচালঙ্কার দাম কমলেও অবশ্য অন্যান্য সবজি-আনাজপাতির দাম একই আছে। সেই দাম বৃহস্পতিবারের আগে কমবে না বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।
তাঁদের কথায়, পঞ্চায়েত ভোট উপলক্ষে গ্রামের কৃষক থেকে মুটে প্রতেক্যেই ব্যস্ত। শনিবার ছিল ভোট, আর মঙ্গলবার ফলাফল বেরোবে। ফল বেরোতে রাত হয়ে যাবে। সে ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই বুধবার এলাকায় বিজয়োৎসব। তা শেষ করেই আবার তাঁরা কাজে ফিরবেন। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বৃহস্পতিবার হয়ে যাবে। এদিকে জিনিসপত্রের জোগান না থাকলে স্বাভাবিকভাবেই তার দাম কমার সম্ভাবনা নেই। এদিন টম্যাটো ১২০, বেগুন ৮০-১১০, পটল ৬০, ঝিঙে ৮০, ঢেঁড়শ ৬০, বিনস ১৬০ টাকা কেজি দরে শহর-শহরতলির বিভিন্ন বাজারে বিকিয়েছে।
[আরও পড়ুন: দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বধূর, হাতেনাতে ধরে ফেলে এ কী করলেন স্বামী!]
তবে বাজারভেদে ১০-১৫ টাকার হেরেফের ছিল। ব্যবসায়ীরা জানাচ্ছেন, খেত থেকে মাল তোলা তারপর তা আড়তদার সেখান থেকে হাটে সবজির হাতবদল কোনওটাই এখন ঠিকমতো হচ্ছে না। কারণ চাষি থেকে মুটে সকলেই ব্যস্ত পঞ্চায়েতের ফলাফল নিয়ে। বৃহস্পতিবার সকাল থেকে সবজি আনাজপাতি স্বাভাবিক পরিমাণে আসবে শহরে, তার প্রভাব পড়বে বাজারে। কমবে জিনিসের দাম। আদার দাম অবশ্য এখনও কমেনি। শনিবার পঞ্চায়েত ভোট থাকায় রবিবার সকালে বাজারে তেমন একটা সবজি, আনাজ পাওয়া যায়নি। সোমবার তাও কিছুটা মাল এসেছে। তাই শহর-শহরতলির অধিকাংশ বাজারে ভিড় ছিল ভালই।
রাজ্যে ৭৫ শতাংশ কাঁচালঙ্কা আসে বিহারের কাটিহার থেকে। বাকি ২৫ শতাংশ বেঙ্গালুরু থেকে। কাটিহার থেকে রবিবার প্রচুর কাঁচালঙ্কা ঢোকাতেই দামের পতন বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, কাঁচালঙ্কা টাটকা থাকে ১২ ঘণ্টা। কিন্তু দামের চাপে অনেকেই লঙ্কা কেনা কমিয়ে দিয়েছিলেন। খদ্দের কমাতে চাহিদা কমেছিল। অথচ প্রচুর লঙ্কা বাজারে ঢুকেছে। পড়ে থাকলে সেগুলো নষ্ট হবে। তাই গত কয়েকদিনের থেকে দাম এ দিন বাজারে অনেকটা কমেছে। সোমবারেও শহরের একাধিক বাজারে হানা দিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, ‘‘ভিনরাজ্য থেকে প্রচুর কাঁচালঙ্কা কলকাতায় এসেছে। তাই দাম কিছুটা কমেছে। সব সবজির দামই আগের থেকে কমেছে। তবে বৃহস্পতিবার থেকে আরও কমবে।’’