shono
Advertisement

২৬/১১ হামলার চক্রী পাক জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণায় ভারতের প্রস্তাবে বাধা চিনের

বারবার এই ধরনের প্রস্তাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে বেজিং।
Posted: 08:43 PM Jun 20, 2023Updated: 08:44 PM Jun 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে (United Nations) ফের ভারতের বিরোধিতা করল চিন (China)। ২৬/১১ হামলার সঙ্গে জড়িত পাকিস্তানি সন্ত্রাসবাদীকে নিষিদ্ধ করতে চেয়ে ভারতের প্রস্তাব খারিজ করে দিল বেজিং। লস্কর জঙ্গি সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত। বাধা দিল চিন।

Advertisement

ভারতের প্রস্তাব ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হোক মীরকে। সেই সঙ্গে তার সমস্ত সম্পত্তি ‘ফ্রিজ’ করে দেওয়া হোক। ভ্রমণেও জারি করা হোক নিষেধাজ্ঞা। কিন্তু সমস্ত প্রস্তাবেই বাধা দিল পাকিস্তানের ‘বন্ধু’ চিন। গত বছরের সেপ্টেম্বরেই ভারত তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে চেয়েছিল। সেই সময়ই এই প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছিল চিন। এবার সেই প্রস্তাবই খারিজ করে দিল জিনপিং প্রশাসন।

[আরও পড়ুন: লাইসেন্স ছাড়াই অস্ত্রোপচার! রোগীর পা বাদ যাওয়ায় কাঠগড়ায় খাস কলকাতার ক্লিনিক]

উল্লেখ্য, এই মাসেই মীরকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের (Pakistan) সন্ত্রাস-বিরোধী আদালত। যদিও আগে পাকিস্তান দাবি করেছিল, মীর নাকি মারা গিয়েছে। তবে পশ্চিমী দেশগুলি তাদের এই দাবি মেনে নেয়নি। প্রমাণ চেয়েছে ইসলামাবাদের কাছে। পরে অবশ্য জানা যায়, বেঁচে রয়েছে ‘ওয়ান্টেড’ ওই জঙ্গি।

[আরও পড়ুন: BJP প্রার্থীর বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা, বাংলায় ফিরছে বাম জমানার ভয়ঙ্কর দিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement