সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ ইস্যুতে উত্তাল গোটা দেশ। চিনা পণ্য বয়কটের ডাক তুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এই পরিস্থিতিতে অন্যরকম প্রতিবাদের ছবি দেখা গেল খাস কলকাতায়। শুধু পণ্য বয়কটই নয়, প্রকাশ্য দিবালোকে শহরের রাজপথে ফাঁসিতে ঝোলানো হল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping)!
চিনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয় INTTUC। প্ল্যাকার্ড হাতে গোটা ঘটনার প্রতিবাদে সুর চড়ান INTTUC-এর সদস্যরা। ক্ষোভ উগড়ে দেন চিনের বিরুদ্ধে। এরপর সেখানে দাঁড়িয়েই চিনা প্রেসিডেন্ট শি জিংপিং সাজিয়ে এক ব্যক্তিকে প্রতীকি ফাঁসিতে ঝোলান বিক্ষোভকারীরা।
[আরও পড়ুন: তৃণমূলের নাম না করে ফেসবুকে ‘বদলা’র হুঁশিয়ারি, ফের বিতর্কে দিলীপ ঘোষ]
এদিনই লাদাখের ঘটনার প্রতিবাদে বর্ধমানের নেতাজির মূর্তির পাদদেশে জড়ো হন ব্যবসায়ী সুরক্ষা সমিতির সদস্যরা। চিনা পণ্য বয়কটের পাশাপাশি শি জিনপিংয়ের কুশপুতুল দাহ করেন তাঁরা। পোড়ানো হয় চিনা খেলনাও। এই বিক্ষোভে ব্যবসায়ী সমিতির পাশে দাঁড়ান প্রবাসী চিনা রাও।
ইন্দো-চিন সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ভারত। মৃতদের মধ্যে রয়েছে বাংলার দুই জওয়ানও। শুক্রবার সকালে সাড়ে ন’টা নাগাদ বীরভূমের বাড়িতে পৌঁছেছে মৃত রাজেশের কফিনবন্দি দেহ। তাঁকে শেষবারের মতো দেখতে জনতার ঢল নেমে এসেছিল পথে। ছেলের ক্ষতবিক্ষত মুখ দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন রাজেশের মা। চোখের জল বাঁধ মানেনি গ্রামবাসী থেকে বন্ধু-বান্ধব কারও। অন্যদিকে, আলিপুরদুয়ারের বাসিন্দা মৃত বিপুলের দেহ ঘরে ফেরার অপেক্ষায় এখনও প্রহর গুণছে পরিবার।
ছবি: মুকুলেসুর রহমান
[আরও পড়ুন: বিরল অসুখের হানা শরীরে, টানা ৯০ দিন ভেন্টিলেশনে কাটিয়ে পুনর্জন্ম মহিলার]
The post কলকাতার রাস্তায় চিনা প্রেসিডেন্টের ফাঁসি! অভিনব প্রতিবাদ INTTUC’র appeared first on Sangbad Pratidin.