সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের সক্রিয় চিন। এবার প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশকে জুড়ে তৈরি করা হচ্ছে পাকাপোক্ত কংক্রিটের সেতু। বিষয়টি সামনে এসেছে উপগ্রহচিত্র প্রকাশ্যে আসতেই। কংক্রিটের সেতু কেন? জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ট্যাঙ্ক বাহিনীকে কাজে লাগানোই উদ্দেশ্য।
প্যাংগং হ্রদের কাছে ভারত-চিনের উত্তেজনা নতুন নয়। এর আগে ২০২২ সালে সেখানে লালফৌজের তৎপরতা দেখা গিয়েছিল। সেবার কাঠ এবং ইস্পাতের সেতু বানাচ্ছিল চিনা ফৌজ। এবার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। কারণ ‘দ্য প্রিন্ট’ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরনো কাঠ ও ইস্পাতের সেতুটিকে ব্যবহার করে কংক্রিটের সেতু তৈরি করছে চিনা সেনা।
[আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের]
এই সেতু বানানোর জন্য বড় ক্রেন-সহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করছে লালফৌজ। মনে করা হচ্ছে, ভবিষ্যতে সীমান্তে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি-সহ ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের উদ্দেশ্যেই ওই সেতু বানানো হচ্ছে। যাতে করে ভারতের সঙ্গে সংঘাতের হলে ট্যাঙ্কের মতো অস্ত্র ব্যবহার করতে পারে পিএলএ। ঘটনাচক্রে, ওই সেতুন দক্ষিণ তীরের অংশেই ২০২০-২১ সালে মুখোমুখি অবস্থানে ছিল ভারতীয় এবং চিনা সেনা।
[আরও পড়ুন: ‘তুমি মহিলা, কিস্যু বোঝ না’, বিহার বিধানসভায় নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে নীতীশ]
২০২০ সালে জুনে প্যাংগং হ্রদের কাছে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যার পর দফায় দফায় শান্তি আলোচনা হয়। শেষ পর্যন্ত উভয়পক্ষ কিছুটা সমঝোতায় রাজি হলেও উত্তেজন পুরোপুরি প্রশমণ হয়নি কখনই। এর মধ্য়েই ওই এলাকায় চিনের কংক্রিটের সেতু বানানোর অভিযোগ উঠল।