shono
Advertisement

বিজেন্দরের সঙ্গে লড়তে রাজি নন চিনা প্রতিদ্বন্দ্বী

কেন এমন সিদ্ধান্ত? The post বিজেন্দরের সঙ্গে লড়তে রাজি নন চিনা প্রতিদ্বন্দ্বী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 AM Feb 25, 2017Updated: 06:16 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেন্দরের সঙ্গে লড়তে রাজি হলেন না চিনা বক্সার জুলপিকার মাইমাইতিয়ালি৷ ১ এপ্রিল মুম্বইয়ে এই জোড়া খেতাবি লড়াই ছিল৷ মিডলওয়েট বিভাগে বিজেন্দর এশিয়া-প্যাসিফিকের চ্যাম্পিয়ন৷ আর জুলপিকার ছিলেন একই বিভাগে ওরিয়েণ্টাল চ্যাম্পিয়ন৷ শর্ত ছিল, মুম্বইয়ের লড়াইয়ে যিনি জিতবেন, তিনি দু’টো খেতাবেরই মালিক হবেন৷ সেই কারণেই এই সরে যাওয়ার সিদ্ধান্ত কিনা, বলা মুশকিল৷ জুলপিকার সরে যাওয়ার কোনও কারণ দেখাননি৷ শুধু বলেছেন, পরে এই লড়াইটা লড়তে পারেন৷

Advertisement

(পুণের মাঠে ‘বিরাট’ লজ্জা ভারতের)

লড়াইয়ের আগেই এপ্রিল ফুল হওয়ার একটা ব্যাপার হল৷ তবে ওই দিনের বক্সিং প্রোমোটারদের তরফে বলা হয়েছে, জুলপিকার না থাকলেও লড়াই হবে৷ হয়তো অন্য কারও সঙ্গে৷ বিজেন্দর বলেছেন, “যে কোনও বিষয়ে ইতিবাচক দিকটা দেখতে চাই৷ নিশ্চয়ই ওর কোনও কারণ আছে, তাই লড়তে চায়নি৷ তবে অন্য যে কেউ হোন, আমি লড়তে রাজি আছি৷ যিনিই প্রতিদ্বন্দ্বী হোন, একটা নতুন চ্যালেঞ্জ অবশ্যই৷ আমি শুধু নিজেকে তৈরি রাখছি৷” ১ এপ্রিল বিজেন্দর ছাড়াও পেশাদারি ডেবিউ হচ্ছে আরও দুই ভারতীয় বক্সার অখিল কুমার এবং জিতেন্দর কুমারের৷

(ডেপুটি কালেক্টর হচ্ছেন অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু)

The post বিজেন্দরের সঙ্গে লড়তে রাজি নন চিনা প্রতিদ্বন্দ্বী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement