shono
Advertisement

‘অশোকনগরের থেকে বারাসত নিয়ে বেশি ব্যস্ত, মধু আছে!’, নারায়ণ গোস্বামীকে কটাক্ষ চিরঞ্জিতের

দুই বিধায়কের অশান্তিতে অস্বস্তিতে দল।
Posted: 08:02 PM Dec 17, 2023Updated: 08:58 PM Dec 17, 2023

অর্ণব দাস, বারাসত: ফের বিস্ফোরক বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। এবার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে (Narayan Goswami) আক্রমণ করলেন তিনি। বললেন, “উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি ব্যস্ত বারাসত নিয়ে। হয়তো এখানে কোনও মধু আছে।”

Advertisement

তৃণমূলে সূত্রে খবর, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসতের নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আগে। বলেছিলেন জেলা সদরে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে। গত বৃহস্পতিবার কোর কমিটির বৈঠকেও এমনই দাবি করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে রবিবার বারাসতে জেলা গ্রন্থমেলা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসে বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “বারাসতের সবাইকে উদ্দেশ্য করেই উনি (নারায়ণ গোস্বামী) বলেছেন। তার মানে নিশ্চয়ই কোনও কারণ আছে। আমি এতদিন ধরে দেখেছি উনি অশোকনগর নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি বারাসত নিয়ে ব্যস্ত থাকেন। গত বিধানসভা ভোটে উনি এখানে (বারাসতে) দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও কারণে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়ে দিলেন। আবার হয়ত ২০২৬-এর জন্য চেষ্টা করছেন। কোর কমিটি নিশ্চয়ই বিষয়টি দেখবে।”

[আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে অঘটন! ৩ সঙ্গীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে গেল বাঘ]

একইসঙ্গে চিরঞ্জিতের কটাক্ষ, “হয়তো বারাসতে মধু আছে। আমি সেটা জানি না, কারণ ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখার রাজনীতি আমি করি না। সেই কারণেও হতে পারে।” যদিও এদিনের মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি নারায়ণ গোস্বামী। তিনি জানান, “উনি অনেক সম্মানীয় ব্যক্তি। নিজের জায়গায় উনি প্রতিষ্ঠিত। ওঁর মন্তব্য প্রসঙ্গে আমি কিছু বলব না। কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। যা বলার কোর কমিটির বৈঠকে বলব।” তবে, এই প্রসঙ্গে কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “কোর কমিটির বৈঠকে নারায়ণ গোস্বামী নাগরিক পরিষেবা, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন। তাতে চিরঞ্জিতদার কেন গায়ে লাগল জানি না।” এর বেশি প্রকাশ্যে কেউ মুখ না খুললেও তৃণমূলের অন্দরে বারাসতের তারকা বিধায়কের মন্তব্য নিয়ে চর্চা শুরু করেছে। দলের একাংশ প্রশ্ন করছেন, কোর কমিটির বৈঠকের দিন চিরঞ্জিত উপস্থিত ছিলেন। নারায়ণ গোস্বামী যখন বৈঠকে এই প্রসঙ্গে উল্লেখ করেন, তখন তিনি কিছু না বলে প্রকাশ্যে এ নিয়ে কেন মন্তব্য করলেন? বিষয়টি দলীয় নেতার ভালো চোখে নেননি বলেও খবর।

[আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে অঘটন! ৩ সঙ্গীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে গেল বাঘ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার