shono
Advertisement

Breaking News

৩ দিন বন্ধ থাকবে চিৎপুর ব্রিজ, জেনে নিন বিকল্প কোন পথে হবে যানচলাচল

আগামী ১০ জুন থেকে বন্ধ থাকবে ব্রিজ।
Posted: 04:53 PM Jun 07, 2021Updated: 04:53 PM Jun 07, 2021

অর্ণব আইচ: শহরের সেতু মেরামতির দিকে বিশেষ নজর। এবার চিৎপুর ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার ফলে আগামী ১০ জুন থেকে বন্ধ থাকবে চিৎপুর ব্রিজ (Chitpur Bridge)। তিনদিন ঘুরপথে করবে যান চলাচল। একনজরে দেখে নেওয়া যাক এই তিনদিন কোনপথে চলবে যানচলাচল।

Advertisement

  • উত্তরমুখী যানবাহন রাজবল্লভপাড়া দিয়ে ঘুরে শ্যামবাজার পাঁচমাথা মোড়, আরজিকর রোড, বেলগাছিয়া রোড, রাজা মণীন্দ্র রোড হয়ে বিটি রোডে যাবে।
  • বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী যানবাহন লকগেট ফ্লাইওভার হয়ে পিকে মুখার্জী রোড, বিধান সরণী হয়ে শ্যামবাজার মোড়ে যাবে।
  • কাশীপুর থেকে শ্যামবাজার মোড়গামী গাড়ি কাশীপুর ব্রিজ হয়ে পিকে মুখার্জী রোড, বিধানসরণী হয়ে যাবে।

[আরও পড়ুন: গঙ্গার রূপ ফেরাতে নজর সরকারের, ‘সৎ’ ইঞ্জিনিয়ারদের নিয়ে দ্রুত কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

  • পূর্ব থেকে পশ্চিমমুখী যানবাহনের ক্ষেত্রে শুধুমাত্র গালিফ স্ট্রিট খোলা থাকবে।
  • পশ্চিম থেকে পূর্বমুখী যানবাহনের ক্ষেত্রে পিকে মুখার্জী রোড খোলা থাকবে।
  • রবীন্দ্র সরণী থেকে আসা গাড়ি বিকে পাল অ্যাভিনিউ দিয়ে ঘুরে সিআর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, রাজবল্লভপাড়া, ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আসবে।
  • পোস্তার দিক থেকে আসা ভারী গাড়ি গিরিশ পার্ক ক্রসিং দিয়ে ঘুরে বিবেকানন্দ রোড, মাণিকতলা, কাঁকুরগাছি ক্রসিং, হাডকো ক্রসিং হয়ে ভিআইপি রোডে পৌঁছবে।

করোনা মোকাবিলায় রাজ্যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। তাই রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনায় অনেকটাই কম। সেক্ষেত্রে যানজটের আশঙ্কা কিছুটা কম বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: প্রকৃতিকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলায় ২৪ সদস্যের কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার