shono
Advertisement

Breaking News

”পা ছড়াও, সেক্স করো”, চিত্রাঙ্গদাকে কুপ্রস্তাব পরিচালকের!

বলিউডে কি তাহলে নায়িকারা এখন বিপন্ন? The post ”পা ছড়াও, সেক্স করো”, চিত্রাঙ্গদাকে কুপ্রস্তাব পরিচালকের! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM Jun 13, 2016Updated: 03:14 PM Jun 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃশ্যটা ছিল শুধুমাত্র বিছানায় গড়িয়ে পড়া পর্যন্তই!
কার্যত, জল অনেক দূর গড়াল!
হয়েছে কী, চিত্রাঙ্গদা সিং আর নওয়াজউদ্দিন সিদ্দিকি শুট করছিলেন এক অন্তরঙ্গ দৃশ্যের! ছবির নাম ‘বাবুমশাই বন্দুকবাজ’!
ছবিটার চিত্রনাট্য যখন পরিচালক কুষাণ নন্দী নায়িকাকে শুনিয়েছিলেন, তখনও চিত্রাঙ্গদা আঁচ করতে পারেননি ব্যাপারটা কত দূর এগোতে চলেছে! কেন না, চিত্রনাট্য ছিল খুব ঠিকঠাক- নওয়াজ জোর করে বিছানায় টেনে নিয়ে যাবেন চিত্রাঙ্গদাকে। আছড়ে ফেলবেন, তার পর চড়ে বসবেন তাঁর উপরে! ব্যস, এটুকুই!
নায়িকারও তাই আপত্তি ছিল না। যথাসময়ে শট দিতে স্টুডিওতে পৌঁছেও গিয়েছিলেন তিনি। লাইট, ক্যামেরার পর শুরুও হয়ে যায় এই সেক্সুয়াল অ্যাকশন!
সমস্যা দেখা দিল তার পরেই! শটটা উতরে দিয়ে যখন চিত্রাঙ্গদা বিছানা থেকে নেমে এলেন, ঠিক তার পরেই!
নায়িকাকে অবাক করে দিয়ে পরিচালক বললেন, ”ও কী! নেমে এলে কেন? এখনো তো শট বাকি আছে! যাও, সেক্স করো!”

Advertisement


স্বাভাবিক ভাবেই অবাক হয়েছিলেন চিত্রাঙ্গদা। চিত্রনাট্যে যা নেই, তা কেন শুট করতে হবে?
প্রশ্নটা পরিচালককে করতেই শুরু হয় জোরজার! রগরগে একটা দৃশ্য শুট করতেই হবে।
রেগে যান নায়িকা। কিন্তু, পরিচালক তাঁর যুক্তি শুনতে নারাজ!
তার পর?
শুরু হয় গালাগালির পালা! নোংরা ভাষায় চিত্রাঙ্গদাকে অপমান করেন পরিচালক। বলেন, টাকা যখন তিনি নিচ্ছেন, তখন সব করতেই হবে!
সোজাসুজি বলেন কুষাণ, ”পা ছড়াও! সেক্স করো!”
এর পর থাকতে পারেননি চিত্রাঙ্গদা। সোজা শুটিং ছেড়ে বেরিয়ে যান!
খুবই খারাপ ঘটনা, সন্দেহ নেই! কিন্তু, মুশকিল হল, এরকম ঘটনা বার বার ঘটছে বলিউডে।
গত বছরেই পরিচালকের এরকম অদ্ভুত দাবির মুখোমুখি হয়েছিলেন ক্যাটরিনা কাইফ! অভিষেক কাপুরের ‘ফিতুর’ ছবি শুট করতে গিয়ে। সেখানেও পরিচালক চেয়েছিলেন, আদিত্য রায় কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য একটু বেশিই খোলাখুলি শুট করুন ক্যাটরিনা! আবার, আদিত্যর সঙ্গেই ‘ওকে জানু’ শুট করতে গিয়ে ঠিক এক দাবির মুখে পড়তে হয় শ্রদ্ধা কাপুরকে। ‘আজহার’ ছবির শুটিংয়ের সময়ে নার্গিস ফখরিকে প্রয়োজনের চেয়ে বেশি চুমু খেতে হয় ইমরান হাশমিকে! আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ শুট করতে গিয়েও করিনা কাপুর খানের কাছে চিত্রনাট্য-বহির্ভূত সেক্সুয়াল দৃশ্য শুটের দাবি করা হয়!
বলিউডে কি তাহলে নায়িকারা এখন বিপন্ন?
প্রশ্নটা কিন্তু ভাবার!

The post ”পা ছড়াও, সেক্স করো”, চিত্রাঙ্গদাকে কুপ্রস্তাব পরিচালকের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement