সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার বক্স অফিসে 'খাদান'-এর দাবানল। বাংলা কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে দেব এখন টলিউডের 'রাজার রাজা'। টলিউডের বক্স অফিসও চাঙ্গা। নিন্দুকরা ছবির মেকিং নিয়ে যতই হইচই করুক, শত্তুরের মুখে ছাই দিয়ে তিন কোটির বাউন্ডারি পার করে ছক্কা হাঁকিয়েছে 'খাদান' (Khadaan Box Office)। সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যে সোমবার সাতসকালে কালীঘাটে গিয়ে পুজো দিলেন দেব (Dev)।
২০ ডিসেম্বর, শুক্রবার একসঙ্গে চার-চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে। 'পুষ্পা ২'-এর গুঁতোয় হল না পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। তবে মুক্তির ১২ ঘণ্টা আগেই দেখা যায়, রাজ্যজুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে 'খাদান'। সিঙ্গল স্ক্রিনেও 'রাজার' দাপট। দেবের হাত ধরেই যে বাংলা কমার্শিয়াল সিনেমার সুদিন ফিরল, তা বলাই বাহুল্য। শেষ কবে কোনও বাংলা সিনেমা দিনে এক কোটি আয় করেছে, সেই হিসেব দেওয়া মুশকিল! উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও দেব। 'খাদান' উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন টলিউড সুপারস্টার। সোমবার দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর তরফে বক্স অফিসের হিসেব প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গেল, বাংলাজুড়ে 'খাদান' একেবারে দুরন্ত গতিতে বিজয়রথ ছুটিয়েছে। মাত্র তিন দিনেই সাড়ে ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। আর বক্স অফিসে এহেন 'খাদান' সুনামি দেখে সোমবার কালীঘাটে নিজে গিয়ে পুজো দিলেন দেব। সঙ্গে দেখা গেল ইধিকা পালকে।
এদিন কালীঘাটের মন্দির চত্বরে দেবকে দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল। সুযোগ বুঝে ভক্তদের কেউ কেউ আবার সেলফিও তুলে নিলেন। বিন্দুমাত্র বিরক্ত হননি সুপারস্টার। বরং হাসিমুখেই সেলফির আবদার মেটালেন। প্রসঙ্গত, 'খাদান'-এর (Khadaan) সাফল্য নিয়েও কাঁটাছেড়ার অন্ত নেই! কারও আতসকাচের তলায় ছবির মেকিং, আবার কেউ বা কন্টেন্টকে টোকা দিচ্ছে! তবে সেই ফাকে সিনেমা রমরমিয়ে ব্যবসা করে তাক লাগিয়ে দিল। বাংলা সিনেইন্ডাস্ট্রির ইতিহাসে দেব-যিশু জুটি যে নতুন রেকর্ড গড়লেন, এমনটাই মনে করছেন সিনেবিশেষজ্ঞ মহল।
খাদান যতটা দেবের, ততটাই যিশু সেনগুপ্তর। শ্যাম-মোহন জুটির রসায়ন ব্লকবাস্টার। বাংলা কমার্শিয়াল সিনেমার দীর্ঘদিন এহেন উন্মাদনা দেখে খুশি সিনেমহলও। সাড়ে ৩ হাজার কিলোমিটার প্রচার সফরে যে তিনি প্রান্তিক মানুষদেরও মন হৃদস্পন্দন স্পর্শ করেছেন, বক্স অফিসের গগনচুম্বী রেজাল্টই তার প্রমাণ। আর এই ছবিতে দেব যদি অর্জুন হন, তবে যিশু সেই অর্জুনের যোগ্য সারথি কৃষ্ণ। এই উপমা যে বিন্দুমাত্র অত্যুক্তি নয়, সেটা দুই তারকার অনুরাগীবৃত্তের বাইরের উন্মাদনার পারদ দেখেই পরখ করা যায়। ৬ কোটি বাজেটের সিনেমা যদি মাত্র দিন তিনেকেই তিন কোটির দুয়ারে থাকে, এহেন গতি বজায় থাকলে যে এক সপ্তাহেই পয়সা উসুল হবে, তার জন্য আলাদা করে হিসেব কষতে হয় না।