shono
Advertisement

ম্যান ইউ ছাড়তেই অফারের ভিড়, রোনাল্ডোকে ১৮৩৭ কোটি টাকার প্রস্তাব এশিয়ান ক্লাবের!

সিআর সেভেনের সঙ্গে আজীবন চুক্তি করতেও রাজি মধ্যপ্রাচ্যের দেশটি।
Posted: 05:17 PM Nov 27, 2022Updated: 05:17 PM Nov 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (Qatar World Cup) শুরুর আগেই নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। এহেন ঘটনার পরে সিআরসেভেনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যান ইউ (Manchester United) কর্তৃপক্ষ। তারপরেই পর্তুগিজ তারকাকে দলে নিতে উঠেপড়ে লেগেছে একাধিক ক্লাব। বিপুল অঙ্কের টাকা খরচ করে রোনাল্ডোকে নিজেদের ক্লাবে সই করাতে উদ্যোগী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। জানা গিয়েছে,এক হাজার কোটি টাকারও বেশি চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে রোনাল্ডোকে।

Advertisement

বরাবর চ্যাম্পিয়নস লিগে খেলতে চেয়েছেন রোনাল্ডো। সেই জন্যই ইউরোপীয় ক্লাবের প্রস্তাবগুলিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। ম্যান ইউ ছাড়ার পরেও ইন্টার মিলান, চেলসির মতো ক্লাবগুলি সিআর সেভেনকে নিতে চেয়েছে। তবে আর্থিক চুক্তির বিষয়ে কিছুই প্রকাশ করেনি এই ক্লাবগুলি। এই পরিস্থিতিতে খোলাখুলি ভাবে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে রোনাল্ডোকে। ভারতীয় মুদ্রায় ১৮৩৭ কোটি টাকার বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলার প্রস্তাব রয়েছে রোনাল্ডোর কাছে।

[আরও পড়ুন: FIFA WC 2022: পেনাল্টি আদায়ে জিনিয়াস রোনাল্ডো! প্রশংসায় স্বয়ং ফিফা কর্তারাই]

ক্লাবের তরফে জানা গিয়েছে, বহুদিন ধরেই রোনাল্ডোকে সই করাতে আগ্রহী তারা। এমনকী পর্তুগিজ তারকার সঙ্গে আজীবন চুক্তি করতেও রাজি ক্লাব কর্তৃপক্ষ। আগে বেশ কয়েকবার রোনাল্ডোকে সই করাতে চাইলেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, পিয়র্স মর্গ্যানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারেই পর্তুগিজ তারকা জানিয়েছিলেন, ইউরোপের ক্লাবে খেলতে চান বলেই মধ্যপ্রাচ্যের দেশ থেকে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আবদুল আজিজ। তাঁর মতে, রোনাল্ডো-মেসির মতো বড় মাপের খেলোয়াড়দের সই করাতে সবসময়েই মুখিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলি। উঠতি ফুটবলারদের অনুপ্রেরণা দিতে মেসি-রোনাল্ডোর কোনও বিকল্প হতে পারে না। শেষ পর্যন্ত আল নাসের ক্লাবের প্রস্তাবেই সই করবেন ম্যান ইউ তারকা? এখনও কোনও উত্তর পাননি তাঁর ভক্তরা। রোনাল্ডোর এজেন্ট সমস্ত প্রস্তাব খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। 

[আরও পড়ুন: প্রতিপক্ষ জামশেদপুরকে ‘দুর্বল’ ভাবতে নারাজ ইস্টবেঙ্গল, ডিফেন্সে বদলের পথে কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement