shono
Advertisement
Shah Rukh Khan

মন্নতে থাকতে চেয়ে বাদশার দরবারে ভক্ত, শাহরুখ বলছেন 'নিজেই ভাড়া বাড়িতে থাকি...'

মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াচ্ছেন কিং খান।
Published By: Arani BhattacharyaPosted: 08:25 PM Oct 31, 2025Updated: 08:25 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র একটা দিন। ইতিমধ্যেই ভক্তকুলের তরফে নানা আয়োজন শুরু হয়ে গিয়েছে বলিউডের বাদশার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করেন শাহরুখভক্তরা। যাঁরা মুম্বইয়ে থাকেন তাঁদের জন্যও উপরি পাওনা হিসেবে থাকে শাহরুখের বিলাসবহুল বাংলো মন্নতের ঝুলবারান্দায় দাঁড়িয়ে শাহরুখের ঝারোখা দর্শন।

Advertisement

ভক্তদের উদ্দেশ্যে এই দিনে মন্নতের বারান্দা থেকে দেখা দেন তিনি। হাত নেড়ে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানান তিনি। এবার যদিও সে সব কিছুতে বাদ পড়েছে। কারণ মন্নতে মেরামতির কাজ চলছে। আর এই সময়েই মন্নতের অন্দরে থাকার জন্যও আবদার জানালেন এক অনুরাগী। শাহরুখের 'হ্যাশট্যাগ আস্ক এসআরকে'র দৌলতে বিভিন্ন প্রশ্ন, কৌতূহলী জিজ্ঞাস্য কিং খানের দরবারে জমা পড়েছে। বহু প্রশ্ন ও কমেন্টের ভিড়ে নজর কেড়েছে এক ভক্তের শাহরুখের বাড়িতে থাকতে চাওয়ার আবদার। অনুরাগীর কমেন্টের উত্তর দিয়েছেন শাহরুখ নিজেও। ঠিক কী লিখেছিলেন ওই ভক্ত? তিনি লিখেছিলেন, 'স্যার আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বই পৌঁছে গিয়েছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মন্নতে থাকার একটু জায়গা হবে।' এর উত্তরে শাহরুখ বলেন, 'মন্নতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই আজকাল। ভাড়ায় থাকছি আজকাল।'

 

এই মুহূর্তে যেহেতু মন্নতে মেরামতির কাজ চলছে সেহেতু মন্নত ছেড়ে অন্যত্র পরিবার নিয়ে থাকছেন তিনি। আসলে স্বপ্নের বাংলো ৬ তলার মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন শাহরুখ-গৌরী। ইতিমধ্যেই শুরু হয়েছে মন্নত সারাইয়ের কাজ। আর সেজন্যই পালি হিলসের বাংলোয় চলে গিয়েছেন শাহরুখ খান। সাড়ে ১০ হাজার বর্গফুটের সেই বাংলোর অন্দরমহলও নাকি চোখধাঁধানো। ১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াচ্ছেন তাঁরা। যার খরচ পড়বে আনুমানিক ২২৫ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভক্তদের উদ্দেশ্যে এই দিনে মন্নতের বারান্দা থেকে দেখা দেন তিনি।
  • হাত নেড়ে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানান তিনি।
  • এবার যদিও সে সব কিছুতে বাদ পড়েছে। কারণ মন্নতে মেরামতির কাজ চলছে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার