সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুম্বন করে বিতর্কে জড়ান উদিত নারায়ণ (Udit Narayan)। বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে যখন বেজায় ক্ষিপ্ত নেটপাড়ার একাংশ, তখন শিল্পীবন্ধুকে 'খিলাড়ি' বলে বাহবা দিলেন অভিজিৎ ভট্টাচার্য। কোনওরকম রাখঢাক নয়, বরং একধাপ এগিয়ে সোশাল মিডিয়ায় উদিতের সঙ্গে ছবি পোস্ট করে রসিক কথা অভিজিতের মুখে। যার জেরে আবারও 'খাল কেটে বিতর্ক'কে আমন্ত্রণ জানালেন 'বাদশা' গায়ক। অভিজিতের পোস্ট দেখে নেটপাড়ার শ্লেষ, 'ভিমরতি'!
ঠিক কী ঘটেছে? চুম্বনকাণ্ড নিয়ে যখন উদিত 'টক অফ দ্য টাউন', ঠিক সেই আবহেই দুম করে একটা পোস্ট করে বসলেন অভিজিৎ ভট্টাচার্য। যে পোস্টে দেখা যাচ্ছে দুই শিল্পী এক মঞ্চ ভাগ করে নিচ্ছেন। তবে ক্যাপশনেই গোলমালটা বাঁধল! উদিত নারায়ণকে বাহবা জানিয়ে অভিজিৎ ভট্টাচার্য লিখেছেন, "বন্ধু আমার খিলাড়ি। আর আমি হলাম একটা আনাড়ি।" সেই পোস্ট দেখে নেটপাড়ার অনুমান, এমনভাবে চুম্বন করতে না পারার আক্ষেপ রয়েছে অভিজিতের মধ্যে। একাংশের আবার কটাক্ষ, 'বুড়ো বয়সে ভীমরতী।' উদিত-অভিজিৎ একাধিকবার একসঙ্গে মঞ্চে পারপর্ম করেছেন, প্লেব্যাকও করেছেন বহু ছবির জন্য। সমসাময়িক দুই শিল্পীর সম্পর্কও বেশ মধুর। আর সেই কারণেই সম্ভবত নেটপাড়ায় যখন উদিতকে নিয়ে নিন্দার ঝড় পাশে দাঁড়ালেন অভিজিৎ। তিনি নিজেও অবশ্য মাঝেমধ্যেই বেফাঁস কথা বলে বিতর্কে জড়ান।
সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ গাইছেন, 'টিপ টিপ বরসা পানি।' দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে তখন উন্মাদনা তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। তা দেখেই তাজ্জব সকলে। অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, “অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুম্বন করে বসেন।” একাংশ আবার শ্রেয়া ঘোষালের গালে উদিতেরল চুম্বনের ছবি ভাইরাল করে নিন্দে করছে। এপ্রসঙ্গে অবশ্য উদিত নারায়ণ নিজেও মুখ খুলেছেন। তাঁর মন্তব্য, "একজন শিল্পী ও অনুরাগীর মধ্যে এটা পবিত্র চুম্বন। কেন আপনারা এই ভিডিওটিকে এমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীকে আমাকে ভালোবাসেন। আমি তাঁদের ভালোবাসি। আমার স্ত্রী, সন্তানের তো কোনও আপত্তি নেই এতে। ওরা আমার জনপ্রিয়তাটা উপভোগই করে।"