সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ওহ লড়কি জো সবসে অলগ হ্যায়...' , সেই গান নিয়েই বর্তমানে যত্ত গন্ডগোল! ডুয়া লিপার মুম্বই কনসার্টে শোনা যেতেই তোলপাড় সোশাল মিডিয়ায়। শাহরুখ ভক্ত বনাম অভিজিৎ ভক্ত দ্বন্দ্ব। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়! দুই শিবিরের দ্বৈরথে দ্বিবিভক্ত নেটপাড়া। 'বাদশা' গানের ম্যাশঅ্যাপে নেটপাড়ার একাংশ এমনকী সুহানা খান নিজেও বাবা শাহরুখকে ক্রেডিট দিতেই, চটে গেলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সুহানার পোস্টের পালটা শিল্পীর ছেলে জয় ভট্টাচার্যের পোস্ট! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, মুখ খুলতে বাধ্য হলেন অভিজিৎ। তবে মুখ খুলেই বেঁফাস মন্তব্য! গায়কের সাফ কথা, "কে ডুয়া লিপা? পাত্তা দিই না...।"
আসলে ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। তা সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। শাহরুখকে বাহবা দিয়ে সেই ভিডিও সোশাল মিডিয়ায় দাবানল গতিতে ভাইরাল। রবিবারই এপ্রসঙ্গে অভিজিৎ জানিয়েছিলেন, "দেশে নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয় গায়কদের কথা কেউ মনে রাখে না।" তবে এবার আরও চাঁচাছোলা গায়ক। অভিজিতের মন্তব্য, সত্যি কথা বলতে কি, কে ডুয়া লিপা? সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি পাত্তাও দিই না। ও আমার নাম মঞ্চে না নিলেও গতকাল থেকে আমার কাছে ফোনের বন্যা বয়ে গিয়েছে। প্রচুর মানুষ আবারও গানটা শুনছে। ডুয়া কারও নাম নেননি, নিলেও হয়তো ভুল উচ্চারণ হত। কী যায়-আসে! তবে গানটা আগের তুলনায় আরও জনপ্রিয় হয়ে গেল আজকের পর থেকে।" এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক।
নয়ের দশকে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা মানেই তাতে অভিজিৎ ভট্টাচার্যর (Abhijeet Bhattacharya) কণ্ঠে মাস্ট! একসময় মশকরা করে বলা হত, বাঙালি গায়কের গানের জেরেই ইন্ডাস্ট্রি তাঁকে ‘বাদশা’ তকমা দিয়েছে। সেই নাম এখন অনুরাগীদের মুখে মুখে। কুমার শানু কিংবা উদিত নারায়ণের গানেও লিপ দিয়েছেন শাহরুখ, কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে তাঁর সিনেমা যে কটা গান রয়েছে, তার সবকটাই একসময়ে চার্টবাস্টারে রাজত্ব করত। কিন্তু ২০০৯ সালের পর থেকেই কিং খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটে। ‘বিল্লু’র পর থেকে শাহরুখের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। এবার ডুয়া লিপার কনসার্টে নিজের গাওয়া গানে যখন শাহরুখকে নিয়ে এত মাতামাতি দেখলেন, তখন অভিমানের সুর অভিজিতের কণ্ঠে।
তাঁর সংযোজন, "আমার ছেলে জয় পোস্টটা করেছে ওর খারাপ লাগা থেকে। আমার ছেলে কাউকে আঘাত করার জন্য কিছু বলেনি। ও বলেছে কারণ আমার ছেলে বলে। জয় নিজেও গায়ক, প্রোডিউসার। আর হ্যাঁ, আমিও শাহরুখের ভক্ত। বলা ভালো, আমরা একে-অপরের অনুরাগী। তাই সেই হিসেবে সমালোচনার অধিকার রয়েছে। কিছু মানুষ এই গানটার জন্য শাহরুখকে ক্রেডিট দিচ্ছেন, আর কিছু মানুষ চাইছেন কৃতীত্বটা আমার পাওয়া উচিত। লোক নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করছে। কেউ আমার অনুগত, কেউ ওঁর। তবে আমরা এসবে পাত্তা দিই না। বরং আমি খুব খুশি গানটা আবারও চর্চার শিরোনামে। কে, কাকে ক্রেডিট দিল, এসবে আমাদের কিছু যায়-আসে না, মানুষ অন্তত গানটা তো শুনছেন। আর গানটা অনু মালিকের অন্যতম সেরা সৃষ্টি। ডুয়া লিপা অন্তত অনুকে ক্রেডিট দিতে পারতেন।"