shono
Advertisement
Soumyadeep Ghosh chowdhury

Kiff - এ এবার 'ফ্যান্টম প্রেগন্যান্সি' নিয়ে ছবি, কী এই বিষয়? জানালেন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরি

প্রথম ফিচার ফিল্মেই চমক দিতে চলেছেন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরি।
Published By: Akash MisraPosted: 07:25 PM Dec 02, 2024Updated: 09:14 PM Dec 02, 2024

শম্পালী মৌলিক: প্রথম ফিচার ফিল্মেই চমক দিতে চলেছেন পরিচালক সৌমদীপ ঘোষ চৌধুরি। বিশেষ করে, ছবির বিষয় ভাবনাতেই নজর কেড়েছেন তিনি। 'ফ্যান্টম প্রেগন্যান্সি'। এমনই এক সাইকোলজিক্যাল ডিজঅর্ডার নিয়ে তৈরি 'ন মাস ন দিন এবং অন্তহীন' এ বার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল–এর ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করছে। এটাই একমাত্র বাংলা ছবি যা লড়াই করবে দেশের অন্য়ান্য ভাষার ছবির সঙ্গে।

Advertisement

ছবি নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিনকে পরিচালক সৌম্যদীপ জানালেন, ''আসলে ফ্যান্টম প্রেগন্যান্সি ব্য়াপারটা আমি প্রথম শুনি আমার এক বন্ধুর কাছ থেকে। যার পোষ্য কুকুরের এমন সমস্যা হয়েছিল। পরে যখন আমার ছবির প্রযোজক এমজি ক্রিয়েশনের কর্ণধার মহুয়া ঘোষের সঙ্গে কথা হয়, তখন তাঁর মেয়ে, যিনি গাইনকোলজিস্ট, তিনি বলেন, মানুষের মধ্যেও এই ধরনের ডিজঅর্ডার দেখা যায়। তার পরেই আমি বিষয়টা নিয়ে পড়াশুনো করি। আর ছবির কাজে হাত দিই।''

সৌম্যদীপের কথায়, ''আমাদের সমাজে মেয়েদের উপর মা হওয়ার একটা অদ্ভুত চাপ থেকে। বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি দেখা যায়। আর সেই মানসিক চাপ থেকেই এধরনের সমস্যা তৈরি হতে পারে। মেয়েটি মনে করতে থাকে, সে অন্তঃসত্ত্বা। আর তা ভেবেই, তার শরীরেও নানা পরিবর্তন আসতে থাকে। কিন্তু ৯ মাস কেটে গেলে, ধরা পড়ে সে আসলে অন্তঃসত্ত্বা নয়! এই পুরো প্রক্রিয়াতে একটা মেয়ে, তাঁর স্বামী ও একটা পরিবার, যে সমস্যার মধ্যে দিয়ে যায়, তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে।''

শুটিংয়ে ব্যস্ত পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরি।

সৌম্যদীপের এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। যাঁকে দেখা গিয়েছে 'জ্যেষ্ঠপুত্র', 'বেলাইন' ছবিতে। রয়েছেন অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায়। কলকাতা চলচ্চিত্র উৎসবের সাগ্নিকের আরও একটি ছবি দেখানো হবে। এছাড়াও রয়েছেন পারমিতা মুখোপাধ্যায় আর বৈশাখী রায়। বৈশাখী অভিনয় করেছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক জুটি শর্মিষ্ঠা-রাজদীপের 'মন পতঙ্গ' ছবিতেও। যা মুক্তি পাবে ডিসেম্বর মাসের ১৩ তারিখ।

সৌম্যদীপ জানিয়েছেন, মাদ্রিদের একটি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এই ছবি। শুধু তাই নয়, পরের বছর কান চলচ্চিত্র হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরিকল্পনা রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌম্যদীপের এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।
  • ছবি নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিনকে পরিচালক সৌম্যদীপ জানালেন, ''আসলে ফ্য়ান্টম প্রেগন্যান্সি ব্য়াপারটা আমি প্রথম শুনি আমার এক বন্ধুর কাছ থেকে।
Advertisement