shono
Advertisement

Breaking News

Abhishek Bachchan

'বউ যা বলবে তাই করুন', ডিভোর্স গুঞ্জনের মাঝে বিবাহিত পুরুষদের উপদেশ অভিষেকের!

ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বর্য দুজনেই।
Published By: Akash MisraPosted: 02:21 PM Dec 02, 2024Updated: 02:21 PM Dec 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স নিয়ে বলিপাড়ায় নানান গুঞ্জন। তবুও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বর্য দুজনেই। যা চলছে, তা শুধুই রটনা। আর ঠিক এই সময়ই অভিষেক আচমকা বলে বসলেন, বউ যা বলবে, তাই করুন। মোদ্দা কথা, স্ত্রীর কথা শুনে চললেই সব ঠিক! তা হঠাৎ এমন বললেন কেন জুনিয়ার বচ্চন?

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানেই সাংবাদিকরা অভিষেককে জিজ্ঞাসা করেন, আপনি এত ভালো অভিনয় করেন কীভাবে? অভিষেকের চটজলদি উত্তর, পরিচালক যা বলেন, তা মেনে চললেই ভালো অভিনয় করা যায়। চট করে সাংবাদিকের আরেকটা প্রশ্ন, বাড়িতে বউয়ের ক্ষেত্রেও এমনটা করেন? একটুও না থেমে অভিষেক বললেন, একদম। সব বিবাহিত পুরুষদের বলতে চাই, ''বউ ঠিক যেমনটি বলবেন, তেমনটি করুন।'' এই প্রসঙ্গেই ঐশ্বর্যর কথা উঠতেই অবশ্য অভিষেক চুপ করে যান।

Guess my age based on my hands...
byu/buttertaekoo inskincareaddictsindia

মেয়ে আরাধ্যার জন্যই একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য। সম্প্রতি আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan) ১৩তম জন্মদিনে জুনিয়র বচ্চনের মুখ দেখা যায়নি বলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে। কেন মেয়ের জন্মদিনে উপস্থিত হতে পারলেন না? সেই প্রশ্ন তুলেও অনেকে আক্রমণ করেন অভিষেক বচ্চনকে। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! আরাধ্যার বার্থডে পার্টিতে সশরীরে উপস্থিত ছিলেন বাবা অভিষেকও। মেয়ের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু সেখানে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জন প্রায় সিলমোহর বসিয়ে দিয়েছিল নেটাপাড়া। কিন্তু অভিষেক বচ্চনের উপস্থিতির বিষয়টা ফাঁস করে দেওয়া হল সেই সংস্থার তরফে যাঁরা আরাধ্যার বার্থডে পার্টির আয়োজন করেছিলেন। তাঁদের সোশাল মিডিয়া পেজেই দেখা গেল, ঐশ্বর্য এবং অভিষেক সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে জুনিয়র বচ্চন দম্পতি কিন্তু একফ্রেমে ধরা দেননি। বরং আলাদা আলাদা ভিডিও প্রতিক্রিয়া নেওয়া হয়েছে তাঁদের। তবে সেটা যে সেই একই অনুষ্ঠানের তা বুঝতে আর বাকি রইল না। অতঃপর এটা পরিষ্কার যে, মেয়ে আরাধ্যার জন্মদিন একসঙ্গেই পালন করেছেন ঐশ্বর্য-অভিষেক।

ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায়, “১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার ধন্যবাদ জানান ঐশ্বর্যও। কিন্তু অভিনেত্রীর শেয়ার করা কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। এবার প্রশ্ন, অভিনেত্রী কি ইচ্ছে করেই অভিষেকের সঙ্গে একফ্রেমে ধরা দেননি? সেই উত্তর যদিও অধরা তবে এই দুই ভিডিও দেখে এবার নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘ভালই তো আছেন বচ্চন দম্পতি। তা হলে কেন এই বিচ্ছেদের জল্পনা?’ আবার কারও প্রশ্ন, ‘চারদিকে আপনাদের ডিভোর্সের গুঞ্জন, কত কথা রটছে। কেন নিজেদের অবস্থান স্পষ্ট করছেন না আপনারা?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়ে আরাধ্যার জন্যই একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য।
  • ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ।
Advertisement