shono
Advertisement

Breaking News

Jackie Shroff

ফ্যানের মাথায় চাটি! এ কী কাণ্ড জ্যাকি শ্রফের? ভাইরাল ভিডিও

জ্যাকির এমন ব্যবহারে মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়।
Posted: 09:00 PM Apr 06, 2024Updated: 09:07 PM Apr 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে খোশমেজাজে থাকেন। তাই তো লোকে তাঁকে বলে 'বিন্দাস বিড়ু'। আচমকা হলটা কী জ্যাকি শ্রফের (Jackie Shroff)? ছবি তুলতে আসা অনুরাগীর মাথায় দুম করে চাটি মেরে বসলেন অভিনেতা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। আর তাতেই তুমুল শোরগোল।

Advertisement


ভিডিওতে একটি লিফটের বাইরে জ্যাকিকে দেখা যাচ্ছে। সেখানেই অনুরাগীরা তাঁকে ঘিরে ধরে। শুরু হয়ে যায় সেলফির আবদার। প্রথমে যে যুবক ছবি তুলতে যান সম্ভবত তিনিই বর্ষীয়ান অভিনেতার কোমরে হাত দেন। তাঁকে ঠ্যালা দিয়েই জ্যাকি বলে ওঠেন, "মেয়ে ভেবেছো নাকি যে কোমরে হাত দিচ্ছ। ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়।"

[আরও পড়ুন: ভিকি-রণবীরের হেয়ার স্টাইলিংয়ের খরচে আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারেন, জানেন কত?]

এর পর আরেক যুবক জ্যাকির সঙ্গে ছবি তুলতে আসেন। তাঁর মাথাতেই চাটি মারেন ৬৭ বছরের অভিনেতা। টেনে তাঁকে অন্যদিকে নিয়ে আসেন। তার পর ছবি তোলেন। এই কাণ্ড হাসি মুখেই ঘটান জ্যাকি। অবশ্য মুখে তিনি যাই বলুন না কেন, ভক্তদের সেলফির আবদার ফেরাননি। প্রায় সকলেরই আবদার মেটান বলিউড তারকা।

[আরও পড়ুন: ইলিয়ানার ছেলের বয়স হল ৮ মাস, ছবি শেয়ার করে মাতৃত্বের জয়গান গাইলেন অভিনেত্রী, কী লিখলেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিওতে একটি লিফটের বাইরে জ্যাকিকে দেখা যাচ্ছে। সেখানেই অনুরাগীরা তাঁকে ঘিরে ধরে।
  • ভিড়ের মধ্যে থাকা এক যুবক জ্যাকির সঙ্গে ছবি তুলতে আসেন। তাঁর মাথাতেই চাটি মারেন ৬৭ বছরের অভিনেতা।
Advertisement