shono
Advertisement
Kamal Sadanah

'বাবা আমার মা ও বোনকে খুন করেছে!' বিস্ফোরক বলিউড অভিনেতা কমল সাদানা

১৯৯২ সালে তাঁর ছবি 'বেখুদি' হইচই ফেলে দিয়েছিল বলিপাড়ায়।
Posted: 11:14 AM Apr 13, 2024Updated: 11:14 AM Apr 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজলের প্রথম হিরো তিনি। ১৯৯২ সালে তাঁর ছবি 'বেখুদি' হইচই ফেলে দিয়েছিল বলিপাড়ায়। তার পর কখনও দিব্যা ভারতী, তো কখনও আয়েশা জুলকার নায়ক। কমল সাদানা। বলিউডের একসময়কার হার্টথ্রব এই হিরো, রুপোলি পর্দা থেকে প্রায় গায়েব। তবে সম্প্রতি অবশ্য ওটিটিতে অভিনয়ে ফিরেছেন। তাঁকে দেখা গিয়েছিল 'পিপা' ছবিতে। সেই কমল সাদানাই এবার বিস্ফোরক মন্তব্য করলেন, নিজের বাবার বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে ফাঁস করলেন নিজের জীবনের এক কালো অতীতের।

Advertisement

সাক্ষাৎকারে কমল সাদানা বললেন, ''সেদিনটা এখনও চোখে ভাসে। আমার বাবা মদের নেশায় ডুবে থাকত। একদিন মদের নেশা হঠাৎই বাবা ও মায়ের মধ্যে অশান্তি শুরু হল। আমি আর বোন বাড়িতেই ছিলাম। হঠাৎ করেই বাবা খেপে গেলেন, বন্দুক হাতে নিয়ে মাকে গুলি করে হত্যা করলেন, তার পর আমার বোনকে মেরে ফেললেন। এমনকী, আমাকেও গুলি করছিলেন। তবে কপাল জোরে আমি বেঁচে গিয়েছি। চোখের সামনে দেখেছি পরিবারকে মরে যেতে। বাবাও আত্মহত্যাও করেছিলেন। ''

[আরও পড়ুন: বর কোথায়? বিয়ের পর একা তাপসীকে দেখেই প্রশ্ন পাপারাজ্জির, লাজুক উত্তর নায়িকার]

কমল আরও বলেন, ''সেদিন আমার জন্মদিন ছিল। তার পর থেকে আর এই দিনটা পালন করিনা। কারণ, মা ও বোনের কথা খুব মনে পড়ে। ওই ঘটনা আজও আমাকে তাড়া করে বেরাচ্ছে। 'আমিই একমাত্র ব্যক্তি নই যে ট্র্যাজেডি দেখেছি। পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা বিভিন্ন ধরণের, বিভিন্ন ফর্ম্যাটে ট্র্যাজেডি দেখেছে। কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি আপনার মনে ঘৃণা নিয়ে বাঁচতে পারবেন না এবং সেখানে আপনার সমস্ত সমস্যা থাকতে পারে না। অন্যথায় আপনি আটকে যাবেন।''

[আরও পড়ুন: দেখা যাক অন্তর্বাস, পঞ্চাশ পেরিয়ে বেপরোয়া পরমা শেয়ার করলেন ‘বোল্ড’ ছবি ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক সাক্ষাৎকারে ফাঁস করলেন নিজের জীবনের এক কালো অতীতের।
  • সেই কমল সাদানাই এবার বিস্ফোরক মন্তব্য করলেন, নিজের বাবার বিরুদ্ধে।
Advertisement