shono
Advertisement
FWICE on Pahalgam Attack

ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করতে বড় সিদ্ধান্ত FWICE-এর, কফিনে শেষ পেরেক পুঁতে কোন হুঁশিয়ারি?

ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর পর এবার গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ।
Published By: Sandipta BhanjaPosted: 01:44 PM Apr 26, 2025Updated: 01:48 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে আর রেয়াত নয়, পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই ভারত সরকারের তরফে প্রতিবেশী দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাতিলের পথে সিন্ধু জলচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর। সন্ত্রাস হামলার পর ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়াতেও। পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতে বিশ বাঁও জলে ফাওয়াদ খানের 'আবির গুলাল' সিনেমার মুক্তি! আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হল না পাকিস্তানি সুপারস্টারের। পাক শিল্পীদের শোকপ্রকাশের 'বহর' দেখেও চিঁড়ে ভেজেনি। আগেই শাসিয়েছিল ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি অশোক পণ্ডিত। এবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ-এক সভাপতি অশোক দুবেও গর্জে উঠলেন ভারতীয় বিনোদুনিয়ায় পাকশিল্পীদের নিষিদ্ধ করার জন্যে।

Advertisement

অশোক দুবের কথায়, এদেশে পাক মুলুকের শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, "আমাদের কাছে দেশ আগে। বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে। সম্প্রতি পহেলগাঁওতেও জঙ্গি হামলা হয়েছে। সেই মর্মেই আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের বিনোদুনিয়ার কোনও সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব।"

অশোক জানিয়েছেন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ-এর তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও একটি চিঠি পাঠিয়ে পাকশিল্পীদের চিরতরে এদেশে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয়েছে। তাঁদের দাবি, মন্ত্রকের তরফে যেন এই নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আর ভবিষ্যতে যদি ভারতীয় সিনেদুনিয়ার কেউ ওদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার দুঃসাহস করে, সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হোক। যাতে অন্য কেউ এমন কাজ করার আগে হাজারবার চিন্তাভাবনা করে। পহেলগাঁও কাণ্ডের জেরে দেশবাসীর মনেও নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে। ফাওয়াদ খান-সহ সমস্ত পাকমুলুকে শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দিয়ে নেটপাড়ার হুঁশিয়ারি, 'বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবে।' তাহলে কি ভারতীয় সিনেজগতে পাক মুলুকের তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে কফিনে এটাই শেষ পেরেক?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর পর এবার গর্জে উঠল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজ।
  • অশোক দুবের কথায়, এদেশে পাক মুলুকের শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত।
  • FWICE-এর-এর তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও একটি চিঠি পাঠিয়ে পাকশিল্পীদের চিরতরে এদেশে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয়েছে।
Advertisement