সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের শেষদিকে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। অনুরাগীদের পছন্দ হলেও সব মিলিয়ে খুব পজিটিভ রিভিউ কিন্তু পায়নি সেই টিজার। এর মধ্যে নেট ভুবনে ঘুরপাক খাচ্ছে একটি ক্লিপ। যা দেখে মনে হচ্ছে বোধহয় 'ব্যাটল অফ গালওয়ান'-এরই কোনও অংশ! কিন্তু আসল সত্যিটা হল যেটা ভাইরাল হয়েছে সেটা আদ্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত একটি ছোট ভিডিও।
ভিডিওয় দেখা গিয়েছে, রক্তাক্ত সলমন পড়ে রয়েছেন তুষারাবৃত পাহাড়ে। এরপর তিনি উঠে দাঁড়ান। হাতে তুলে নেনন বেসবল ব্যাট। তারপর তাঁর দিকে ছুটে আসা চিনা সৈন্যদের 'প্রহারেণ ধনঞ্জয়' করতে প্রস্তুত হন। তাঁর ব্যাট আছড়ে পড়ার মুহূর্তেই শেষ হয় ক্লিপটি।
ভিডিওটি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া নেটিজেনদের। একজন লিখেছেন, 'যে সময় ঘটনাটা ঘটেছিল, তখন মোটেও সেখানে বরফ ছিল না।' আরেকজন লিখেছেন, 'মানুষকে এআই নির্মিত ভিডিও দেখিয়ে বোকা বানাবেন না।' আবার এমন প্রতিক্রিয়াও মিলছে যেখানে কেউ কেউ লিখছেন, 'এটা তো আসলটার চেয়েও ভালো।'
প্রসঙ্গত, সলমনের সিনেমার বিরুদ্ধে তথ্য বিকৃত, এমনকী অতিরঞ্জিত করার অভিযোগ এনেছে চিন। স্বৈরাচারী চিনকে পালটা দিতে ছাড়েনি ভারতও। 'শৈল্পিক স্বাধীনতা’র মন্ত্র আওড়ে সংশ্লিষ্ট ইস্যুতে জিনপিংয়ের দেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সরকারের সূত্র মারফত স্পষ্ট করে জানানো হয়েছে, 'আমরা শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। ভারত এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিনেম্যাটিক অভিব্যক্তি এর অবিচ্ছেদ্য এক অংশ। আর এই শৈল্পিক স্বাধীনতা অনুযায়ী ভারতীয় পরিচালকরা নিজেদের মতো করে সিনেমা বানাতে পারেন। সেই স্বাধীনতা তাঁদের রয়েছে। যারা এই সিনেমাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তারা বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।' ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির ক্ষেত্রে সরকারের কোনও ভূমিকা নেই বলেও জানানো হয়েছে।
এত বিতর্কের মধ্যেই আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটি। সলমন-অনুরাগীরা ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও ছবির টিজার খুব একটা প্রভাব ফেলতে পারেনি বলেই মনে করা হচ্ছে। আপাতত অপেক্ষা ছবির ট্রেলারের। সেভাবে ব্যবসা করতে পারেনি সলমনের সাম্প্রতিক কোনও ছবিই। 'গালওয়ান' সেই ফাঁড়া কাটাতে পারে কিনা সেটাই দেখার।
