shono
Advertisement

Breaking News

Akshay Kumar-Twinkle Khanna

দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কল, রাতের মুম্বইয়ে তারকা দম্পতির কনভয়ে বেপরোয়া অটোর ধাক্কা

কনভয়ের একটি বিলাসবহুল গাড়ি রাস্তার একপাশে উলটে পড়ে যায়, এখন কেমন আছেন সেলেব দম্পতি?
Published By: Sucheta SenguptaPosted: 09:41 AM Jan 20, 2026Updated: 09:48 AM Jan 20, 2026

রাতের মুম্বইতে বেপরোয়া অটোর ধাক্কায় বিপদে সস্ত্রীক 'খিলাড়ি নং ১'! দুর্ঘটনার কবলে পড়ল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার কনভয়। সোমবার রাতে জুহুর কাছে অতি দ্রুতগতিতে আসছিল একটি অটো। একইসময়ে মু্ম্বই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও টুইঙ্কল। আচমকাই তাঁদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় ওই বেপরোয়া গতির অটোটি। যদিও তারকা দম্পতি ওই গাড়িতে ছিলেন না। অন্য গাড়িতে থাকায় তাঁদের আঘাত লাগেনি। তবে দুর্ঘটনার জেরে খানিকটা আতঙ্কিত অক্ষয়-টুইঙ্কল।

Advertisement

মু্ম্বই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও টুইঙ্কল। আচমকাই তাঁদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় ওই বেপরোয়া গতির অটোটি। যদিও তারকা দম্পতি ওই গাড়িতে ছিলেন না।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ। জুহুর কাছে নিজেদের গাড়িতে ফিরছিলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না। তাঁদের গাড়ির সামনে ছিল নিরাপত্তা রক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি। আচমকা সেই গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি অটো। তার ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে। গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে তারকা দম্পতি তার পিছনের গাড়িতে থাকায় তাঁদের কোনও সমস্যা হয়নি বলেই খবর। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, অটোয় একজন যাত্রীও ছিলেন। তাঁকে এবং ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপদে সেলেব দম্পতিকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

অটোর ধাক্কায় রাস্তার পাশে উলটে পড়ে বিলাসবহুল গাড়িটি।

পুলিশের প্রাথমিক অনুমান, অটোটি অত্যন্ত গতিতে চলছিল। যার ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা অক্ষয় কুমারের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা দেয়। অটোচালককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বইয়ের রাস্তায় অটোর এই বেপরোয়া গতি নতুন নয়। তবে তার জেরে খোদ 'খিলাড়ি'র গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এনিয়ে নড়েচড়ে বসেছে ট্রাফিক পুলিশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement