shono
Advertisement
Ranbir Alia

পরিবার-পাপারাজ্জির সামনেই আলিয়াকে অপমান রণবীরের! স্বামীর নিন্দে শুনে কী কাণ্ড ঘটালেন কাপুরবধূ?

স্বামীর রক্ষাকবচ হয়ে কী করলেন আলিয়া ভাট?
Published By: Sandipta BhanjaPosted: 06:28 PM Dec 19, 2024Updated: 06:28 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে রণবীর কাপুর (Ranbir Kapoor) ছিলেন 'রমণীমোহন'! বিটাউনের কানাঘুষো গুঞ্জন থেকে কফি কাউচের চর্চা অন্তত সেদিকেই ইঙ্গিত করে। তবে সময় বদলেছে। এখন তিনি আদ্যোন্ত 'ফ্যামিলি ম্যান'। শ্বশুর মহেশ ভাট আগেভাগেই রণবীরকে বিশ্বের 'সেরা বাবা'র তকমা দিয়েছেন। আলিয়া ভাটের (Alia Bhatt) সোশাল মিডিয়ায় উঁকি দিলেই স্পষ্ট হয়, মেয়ে যেন রণবীরের নয়নমণি। তবে সুপারস্টার কাপুর কি আদৌ ভালো স্বামী নাকি 'রেড ফ্ল্যাগ'?

Advertisement

বলিউডের একসময়ের সেই 'ফ্ল্যামবয়েন্ট' ছেলেটি বাবা হওয়ার পর যেন অনেকটা থিতু! তবে অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে। সম্প্রতি রাজ কাপুরের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের এক ভিডিও ভাইরাল ঘিরে অভিযোগ উঠেছে, রণবীর নাকি সকলের সামনেই আলিয়াকে পাত্তা না দিয়ে এড়িয়ে গিয়েছেন। অতঃপর জনসমক্ষে স্ত্রীকে অপমানের অভিযোগ তুলে রণবীরকে অনেকেই 'রেড ফ্ল্যাগ' বলে কটাক্ষ করেছেন। আবার কেউ বলছেন তিনি নাকি আলিয়াকে অবহেলা করেন। অতীতেও একবার পা দিয়ে আলিয়ার লেহেঙ্গা সরিয়ে দেওয়ার জন্য বিতর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। এবার অবশ্য স্বামীর অপমান শুনেই রক্ষাকবচ হয়ে দাঁড়ালেন আলিয়া ভাট। সোশাল মিডিয়ায় যেমন কাপুরনন্দনকে কটাক্ষ করে ভিডিও ভাইরাল হয়েছে। তেমনই রণবীর যে কতটা দায়িত্ববাণ, ভালো মনের মানুষ, সেরকম বার্তা দেওয়া ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কখনও তিনি আলিয়ার কোমর জড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছেন তো কখনও বা আবার হাত টেনে পাশে বসাচ্ছেন। এমনকী জেঠু রণধীর কাপুরের হাত ধরে উঠতে সাহায্য করতেও দেখা গেল রণবীরকে। ভিডিওর ক্যাপশনে লেখা- "রণবীরের যে দিকটা সোশাল মিডিয়ায় দেখানো হয় না।"

স্বামীর আচরণ নিয়ে যখন নেটপাড়ার নীতিপুলিশদের চর্চা জারি, তখন একটিও বাক্যব্যায় না করে সেই ভিডিওতে লাইক করেছেন আলিয়া। 'কফি উইথ করণ'-এও একবার এপ্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। আলিয়া জানান, "রণবীরের যেমন ভাবমূর্তি তৈরি করা হয়েছে, ও একেবারেই সেরকম নয়। বাড়িতে চেঁচামেচিও পছন্দ করেন না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে।
  • রাজ কাপুরের জন্মশতবার্ষিকীর এক ভিডিও ভাইরাল ঘিরে অভিযোগ উঠেছে, রণবীর নাকি সকলের সামনেই আলিয়াকে পাত্তা না দিয়ে এড়িয়ে গিয়েছেন।
  • রণবীরের প্রশংসা করা ভিডিওতে লাইক করেছেন আলিয়া।
Advertisement