shono
Advertisement
Aamir Khan

আমিরের বাড়িতে আল্লু অর্জুন, জুটি বাঁধছেন দুই তারকা?

দক্ষিণী সিনেজগৎ থেকে শিক্ষা নেওয়া উচিত বলিউডের, দিনকয়েক আগে দাবি করেন আমির।
Published By: Sayani SenPosted: 08:32 PM May 07, 2025Updated: 08:32 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সিনেজগৎ থেকে শিক্ষা নেওয়া উচিত বলিউডের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমির খান। আর তার ঠিক কয়েকদিনের মধ্যেই আল্লু অর্জুনের সঙ্গে সাক্ষাৎ মিস্টার পারফেকশনিস্টের। জুটি বাঁধছেন দু'জনে? তা নিয়ে চলছে জোর চর্চা।

Advertisement

বানি - দ্য ইউথ আইকন অফ ইন্ডিয়া নামে জনৈক এক নেটিজেন X হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেন। সেখানে একেবারে ঘরোয়া পোশাকে দেখা গিয়েছে আল্লু অর্জুন এবং আমির খানকে। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আমিরের মুম্বইয়ের বাড়িতে নাকি আসেন আল্লু। সেখানেই দু'জনের দেখা ও কথা। তবে কী নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ফ্যানের শেয়ার করা ছবিতে হাসিমুখে দেখা গিয়েছে দুই তারকাকে।

আল্লুর 'পুষ্পা ২'-র ম্যাজিকে মুগ্ধ অনুরাগীরা। বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে ছবিটি। বর্তমানে অ্যাটলির হাত ধরেছেন আল্লু। AA22XA6 ছবির কাজে ব্যস্ত। তা নিয়ে অনুরাগী মহলে জোর গুঞ্জন। আর ওই ছবির জন্য আপাতত শরীরী কসরতে ব্যস্ত অভিনেতা। তারকা ফিটনেস ট্রেনার এললয়েড স্টিফেন্সের কাছে নাকি শরীরচর্চা করছেন তিনি। আবার আমির খান 'সিতারে জমিন পর' ছবি নিয়ে ব্যস্ত। ২০০৭ সালে মুক্তি পাওয়া 'তারে জমিন পর' ছবির সিক্যুয়েল এটি। ছবির ফার্স্ট লুকও ইতিমধ্যে সামনে এসেছে। সেখানে আমির খানের সঙ্গে অন্তত ১০ জন পড়ুয়াকে দেখা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জুন মুক্তি পেতে পারে ছবিটি। তারই মাঝে আল্লু এবং আমিরের সাক্ষাৎই যেন এখন টক অফ দ্য টাউন। তবে কি এবার দক্ষিণের ছবিতে বাজিমাত করবেন 'মিস্টার পারফেকশনিস্ট'? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণী সিনেজগৎ থেকে শিক্ষা নেওয়া উচিত বলিউডের।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমির খান।
  • আর তার ঠিক কয়েকদিনের মধ্যেই আল্লু অর্জুনের সঙ্গে সাক্ষাৎ মিস্টার পারফেকশনিস্টের। জুটি বাঁধছেন দু'জনে? তা নিয়ে চলছে জোর চর্চা।
Advertisement