shono
Advertisement
Amitabh Bachchan Jaya Bachchan

৫২ বসন্ত পেরিয়েও রঙিন জয়া-অমিতাভের দাম্পত্য, 'হোলিকা দহনে' ফ্রেমবন্দি রোম্যান্টিক মুহূর্ত

রঙিন মেজাজে সিনিয়র বচ্চন দম্পতি। অভিষেক-ঐশ্বর্য কোথায়?
Published By: Sandipta BhanjaPosted: 12:40 PM Mar 14, 2025Updated: 12:40 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মার্চ, শুক্রবার দেশজুড়ে দোল উৎসব পালন হচ্ছে। আমজনতার পাশাপাশি স্বাভাবিকভাবে সেলেবরাও মেজেছেন রঙের উৎসবে। আর তার প্রাক্কালেই বৃহস্পতিবার রাতে ছিল 'হোলিকা দহন', বাংলায় যাকে 'নেড়া পোড়া' বলা হয়। বচ্চন বাড়িতেও ফি বছর সেই রীতি পালন করাল হয় ধুমধাম করে। এবারেও তার অন্যথা হয়নি। তবে চলতি বছর জলসার 'হোলিকা দহন' উৎসব থেকে জয়া-অমিতাভের (Amitabh Bachchan, Jaya Bachchan) যে আবেগঘন মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে, তা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। বাহান্ন বসন্ত পেরিয়েও সিনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কতটা রঙিন, তার ঝলকই মিলল।

Advertisement

উৎসব-অনুষ্ঠানে বরবারই বলিউডের খান-কাপুরদের পাশাপাশি বচ্চন পরিবারের উদযাপনের দিকে নজর থাকে। সাংসারিক কলহ, পুত্র-পুত্রবধূর দাম্পত্য অশান্তির খবর নিয়ে যতই চর্চা হোক, বিয়ের বাহান্ন বছর পরও জয়া-অমিতাভের সম্পর্কে বসন্ত রয়েছে বহাল তবিয়তে। তার প্রমাণ মিলল বৃহস্পতিবার রাতে। জলসার উঠোনে 'হোলিকা দহন' রীতি পালনের সময়ে অগ্নিসাক্ষী রেখে একে-অপরের দিকে চেয়ে রয়েছেন মুগ্ধ দৃষ্টিতে। আর সেই 'বিরল' মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চন। বাবা-মায়ের দোলযাপনের (Holi 2025) মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে দিয়ে তিনিও আবেগপ্রবণ। সেই ছবি শেয়ার করেছেন জয়া-অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দাও। যদিও তাঁদের এই সেলিব্রেশনের ছবিতে অভিষেক-ঐশ্বর্যকে দেখা যায়নি।

বিগ বি'র পরনে জ্যাকেট। মাথায় টুপি। আর জয়া ধরা দিলেন রঙিন কুর্তিতে। শোনা যায়, বচ্চন পরিবারে নাকি জয়ার ভয়ে সকলে সিঁটিয়ে থাকেন। রাজনীতির পাশাপাশি এখনও কড়া হাতে সংসার সামলান তিনি। পরিবারের সংস্কৃতি, রীতি-নীতি যাতে বজায় রাখেন সদস্যরা, সেদিকেও নজর থাকে জয়ার। তবে দোলের দিন স্বামীর সঙ্গে ধরা দিলেন একেবারে রঙিন মেজাজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের বাহান্ন বছর পরও জয়া-অমিতাভের সম্পর্কে বসন্ত রয়েছে বহাল তবিয়তে।
  • জলসার উঠোনে 'হোলিকা দহন' রীতি পালনের সময়ে অগ্নিসাক্ষী রেখে একে-অপরের দিকে চেয়ে রয়েছেন মুগ্ধ দৃষ্টিতে জয়া-অমিতাভ।
  • 'বিরল' মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চন।
Advertisement