সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর, আলিয়া ভাটের (Ranbir Kapoor, Alia Bhatt) রঙের উৎসবে বিষাদের সুর! শুক্রবারই তাঁদের পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায় বাবা দেব মুখোপাধ্যায়কে হারিয়েছেন। এই কঠিন সময়ে পাশে থাকতে দোল উদযাপন ফেলেই আলিবাগ থেকে মুম্বইতে ছুটে এলেন তারকাদম্পতি।

দোলের দিন যখন গোটা দেশ রঙের উৎসবে মেতে, তখন বলিউডের মুখার্জি পরিবারে শোকের ছায়া। প্রয়াত দেব মুখোপাধ্যায়। রঙের উৎসবের দিন তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শোকের ছায়া। দোল উদযাপন ছেড়ে বলিউডের একাধিক তারকা হাজির হয়েছেন জুহুর পবনহংস শ্মশানে। কারণ সেখানেই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। কাকার প্রয়াণের খবর পেয়ে ছুটে এসেছেন কাজল, রানি মুখোপাধ্যায়রাও। গতকালই দোল উদযাপনের জন্য রণবীর-আলিয়া পাড়ি দিয়েছিলেন আলিবাগের রিসর্টে। কিন্তু শুক্রবার সাতসকালে অয়নের বাবার মৃত্যুর খবর পেয়েই সব ফেলে সেখান থেকে মুম্বইতে ছুটে এসেছেন কাপুরদম্পতি। 'ব্রহ্মাস্ত্র' পরিচালকের সঙ্গে বরাবরই রণবীর-আলিয়ার সুসম্পর্ক। একেবারে পরিবারের সদস্যর মতোই। কারণ অয়ন মুখোপাধ্যায়ের সেট থেকেই তাঁদের প্রেমের শুরুয়াত। রণবীর-আলিয়ার সম্পর্কের প্রথম দিন থেকে সাক্ষী অয়ন। এমনকী আলিয়া যখন শহরে থাকেন না কিংবা রণবীর ব্যস্ত থাকেন তাঁর শুটিং নিয়ে, তখনও খুদে রাহা দিব্যি 'অয়নমামা'র সঙ্গে ইতি-উতি ঘুরে বেড়ায়। তাই অয়নের পিতৃবিয়োগ যে তাঁদের কাছেও স্বজনবিয়োগ, তা বলাই বাহুল্য। তাই তো এদিন রং খেলা ছেড়ে আলিবাগ থেকে সোজা পবনহংস শ্মশানে চলে এসেছেন তাঁরা।
দেব মুখোপাধ্যায় বর্তমান প্রজন্মের কাছে কাজল-রানির কাকা কিংবা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা বলে পরিচিত হলেও বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা তিনি। একসময়ে বলিউডে বেশ ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন দেব মুখোপাধ্যায়। ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। গোটা মুখার্জি পরিবারকে এযাবৎকাল বাড়ির কর্তা হিসেবে আগলে রেখেছিলেন। আর দোলের দিনই চিরঘুমের দেশে পাড়ি দিলেন দেব মুখোপাধ্যায়। মুখার্জিদের ঘনিষ্ঠ সূত্রে খবর, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অয়নের বাবা। বয়স হয়েছিল ৮৩। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।