shono
Advertisement
Anant Ambani Radhika Merchant wedding

'আম্বানি নাইট' মিস করলেন বলিউডের একঝাঁক তারকা, জানেন কারা?

পাপারাজ্জিদের ক্যামেরা মিস করল এসব তারকাদের।
Published By: Akash MisraPosted: 03:37 PM Jul 13, 2024Updated: 04:19 PM Jul 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে বলিউডি তারকাদের মেলা। শাহরুখ, সলমন, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবী, প্রায় গোটা বলিউড হাজির ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সপরিবারে অমিতাভ বচ্চনও। তাঁরা এলেন, নাচলেন, জয় করলেন আম্বানি পরিবারের মন। তবে এই বিয়েতে দেখা মিলল না, বেশ কিছু তারকার। সূত্রের খবর, নিমন্ত্রণ পেলেও, অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারেননি প্রায় একঝাঁক তারকা।

Advertisement

করিনা-সইফ

এই মুহূর্তে বিদেশের মাটিতে সপরিবারে ছুটি কাটাচ্ছেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। সেই কারণেই হাজির হতে পারেননি অনন্ত-রাধিকার বিয়েতে।

ফাইল ছবি

[আরও পড়ুন: পোষ্যকে নিয়েই ছাদনাতলায় অনন্ত আম্বানি, আদুরের গায়েও ম্যাচিং শেরওয়ানি! মুগ্ধ নেটপাড়া]

অক্ষয় কুমার
শুক্রবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। করোনা হওয়ার নিজের ছবি 'সরফিরা'র প্রচারেও থাকতে পারছেন না তিনি। আর এই করোনার কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হতে পারেননি অক্ষয়।

কাজল

সাধারণত, বলিউডের সব বিয়েতেই হাজির থাকেন কাজল। এমনকী, কয়েকদিন আগে সোনাক্ষীর বিয়েতেও দেখা গিয়েছিল তাঁকে। অনন্ত-আম্বানির বিয়েতে অজয় তাঁর ছেলেকে নিয়ে হাজির ছিলেন। কিন্তু দেখা মেলেনি কাজল এবং তাঁর মেয়ে নাইসার। কেন যাননি কাজল? কাজলের অনুপস্থিত থাকার কারণ অবশ্য স্পষ্ট নয়।

কঙ্গনা রানাউত

বলিউড ক্যুইন তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকেও দেখা যায়নি আম্বানিদের বিয়েতে। জানা গিয়েছে, এদিনই ছিল কঙ্গনার এক তুতো বোনের বিয়ে। সেই বিয়েতেই নাকি হাজির হয়েছিলেন কঙ্গনা। সেই কারণেই 'আম্বানি নাইট' থেকে ছিলেন দূরে।

ফাইল চিত্র

 

আমির খান

জামনগরে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে হাজির ছিলেন আমির। মঞ্চে তাঁকে নাচতেও দেখা গিয়েছিল। তবে মূল বিয়েতে আমির ছিলেন অনুপস্থিত। আমির কেন আসেননি, সেই কারণ স্পষ্ট নয়।

অনুষ্কা-বিরাট

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অনুষ্কা ও বিরাট। গুঞ্জনে রয়েছে তাঁরা নাকি দেশ ছেড়ে একেবারেই সাতসমুদ্র তেরো নদীর পারে রয়েছেন। সেই কারণেই অনন্ত ও রাধিকার বিয়েতে হাজিরা দিতে পারেননি বিরুষ্কা।

বিরাট-অনুষ্কা। ফাইল চিত্র।

শিল্পা শেট্টি

বলিউডের সমস্ত, বিয়ে, পার্টিতে হাজির থাকেন শিল্পা। সেজেগুজে ক্যামেরার সামনেও পোজ দেন। তবে অনন্ত-রাধিকার বিয়েতে দেখা যায়নি তাঁকে। কারণ স্পষ্ট নয়।

সোনম কাপুর

বাবা অনিল কাপুর হাজির থাকলেও, মেয়ে কিন্তু সন্তানকে নিয়ে রয়েছেন লন্ডনে। আর সেই কারণেই সোনম মিস করলেন 'আম্বানি নাইট'।

[আরও পড়ুন: স্বপ্নের বিয়ে, মঙ্গল অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা অনিল কাপুর হাজির থাকলেও, মেয়ে কিন্তু সন্তানকে নিয়ে রয়েছেন লন্ডনে।
  • এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অনুষ্কা ও বিরাট।
Advertisement