নায়িকাদের মধ্যে 'ক্যাটফাইট' নতুন নয়। এযাবৎকাল সিনেদুনিয়ার একাধিক নায়িকারা পরস্পরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। শুটিংয়ের মাঝে কারও থাপ্পড় কষানোর কথা প্রকাশ্যে এসেছে তো কখনও বা আবার সহ-অভিনেত্রীর থেকে ভ্যানিটি ভ্যান কেড়ে নেওয়ার গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া। এবার আলিয়া ভাটকে 'সুযোগসন্ধানী' বলে তোপ দাগলেন অনন্যা পাণ্ডে!
বিতর্কের সূত্রপাত কাপুরদের বউমার এক পোস্ট ঘিরে। সম্প্রতি 'হক' সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তাঁর 'ফ্যান' বলে দাবি করেছিলেন আলিয়া ভাট। তাতেই নেটভুবনের একাংশের অনুমান, 'ধুরন্ধর' পরিচালক আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যেই তাঁর স্ত্রী ইয়ামিকে তৈলমর্দন করছেন আলিয়া! উল্লেখ্য, রণবীর সিং ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে 'ধুরন্ধর'-এর জন্য কোনওরকম শুভেচ্ছা জানাননি 'গাঙ্গুবাঈ'। সেসময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেইজন্যেই ভাটকন্যা 'ধুরন্ধর' নিয়ে কোনও পোস্ট করেননি। কিন্তু আদিত্য পরিচালিত ছবি হাজার কোটির গণ্ডি পেরতে না পেরতেই আলিয়ার তরফে শুভেচ্ছাবার্তা আসে। যা গত দিন দুয়েক ধরে চর্চার শিরোনামে। সেই প্রেক্ষিতেই নিন্দুকদের দাবি, আদিত্য ধরের ছবিতে কাজ পাওয়ার জন্যেই এবার 'ধুরন্ধর' স্তুতি করছেন আলিয়া। এমনকী তাঁর স্ত্রী ইয়ামির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। সেই প্রেক্ষিতেই আলিয়াকে 'সুযোগসন্ধানী' বলে তুলোধনা করা এক পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে লাইক ঠুকে সায় দিতে দেখা যায় অনন্যা পাণ্ডেকেও। আর তাতেই উত্তপ্ত টিনসেল টাউন!
কানাঘুষো, আলিয়ার সঙ্গে নাকি মাসখানেক ধরেই অনন্যা পাণ্ডের আদায় কাঁচকলায় সম্পর্ক। কিন্তু কেন? সেই রহস্য ভেদ করতে পিছিয়ে যেতে হবে মাস দুয়েক। যেসময়ে ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। সেই শোয়েই নাকি অনন্যাকে দেখে না চেনার ভান করেন আলিয়া ভাট। শুধু তাই নয়, ভিকি কৌশলকে দেখতে পেয়ে চাঙ্কিকন্যাকে পাশ কাটিয়ে চলে যান কাপুরদের বউমা। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় দেদার ভাইরাল হয়েছিল সেসময়ে। সেই রাগের বশেই কি আলিয়াকে 'সুযোগসন্ধানী' বলে তোপ দাগা পোস্টে লাইক বসালেন অনন্যা পাণ্ডে? এমন কৌতূহলেই বলিপাড়ায় 'গসিপে'র রমরমা বর্তমানে। যদিও দুই নায়িকার মুখে কুলুপ! তবে অনুরাগীদের পাখির চোখ আপাতত বিটাউনের ক্যাটফাইটে।
