ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' দিয়েই দাপুটে প্রত্যাবর্তনের কথা ছিল অনুষ্কা শর্মার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় 'জিরো' নায়িকার কামব্যাকের প্ল্যান আপাতত বিশ বাঁও জলে! দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকে দূরে অনুষ্কা (Anushka Sharma)। অভিনেত্রীকে দেখার আশায় যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন নিজেই বোমা ফাটালেন অনুষ্কা! 'পর্দার ঝুলন' বলছেন, মাতৃত্বে এত সুখ যে অন্য কোনও ভূমিকা আর তার চাই না। স্বাভাবিকভাবেই বিরাটপত্নীর এহেন মন্তব্যে অবসরের জল্পনা উসকে গিয়েছে। কিন্তু আচমকাই কেন একথা বললেন অভিনেত্রী?
আসলে অভিনয়ের পাশাপাশি মা হিসেবেও এখন গুরুদায়িত্ব অনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। বলা ভালো, সদ্য পাঁচে পা দিয়েছে। অন্যদিকে ছেলে অকায়ও আগামী ফেব্রুয়ারিতে দু' বছরে পা দিতে চলেছে। অতঃপর মা হিসেবে অনুষ্কা শর্মার দায়িত্ব যে বেড়েছে, তা বলাই বাহুল্য। ফটোশিকারিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে সন্তানদের দূরে রাখতে বছর দেড়েক ধরেই লন্ডন নিবাসী বিরুষ্কা। ঘরকন্না, সন্তান, সংসারের পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন বর্তমানে। মাঝেমধ্যেই তাঁদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়। তবে বলিউডের কোনও হাইপ্রোফাইল পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত ছয়-সাত বছরে অনুষ্কাকে দেখা যায়নি। তখন থেকেই অভিনেত্রীর অভিনয় কেরিয়ারকে 'আলবিদা' জানানোর গুঞ্জন। এবার অবশ্য নিজেই সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করলেন অনুষ্কা শর্মা।
বিরাট-অনুষ্কা। ফাইল চিত্র
সদ্য মেয়ে ভামিকার পাঁচ বছরের জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। সেই প্রেক্ষিতেই আদুরে বার্তা দিতে গিয়ে অনুষ্কা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, 'মাতৃত্বসুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনও ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।' এহেন মন্তব্যেই কৌতূহলীদের প্রশ্ন, তাহলে কি এবার পাকাপাকিভাবে বলিউড ছাড়লেন অনুষ্কা শর্মা? যদিও বিগত কয়েক বছরে বহুবার এহেন গুঞ্জনে টিনসেল টাউন তোলপাড় হলেও নায়িকা এবিষয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। নীরবেই লাইমলাইট থেকে দূরে বিরাটের সঙ্গে সুখের সংসার পেতেছেন লন্ডনে। তাহলে কি অনুষ্কা শর্মা এবার ফিল্মি কেরিয়ার থেকে বাণপ্রস্থের পথে?
