shono
Advertisement
Saiyaara

শুধু রিল নয়, 'রিয়েল লাইফে'ও প্রেম করছেন অহন-অনীত, 'সাইয়ারা' জুটিকে নিয়ে ব্লকবাস্টার খবর!

অহন পান্ডের সঙ্গে অনীত পাড্ডা, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল।
Published By: Sandipta BhanjaPosted: 06:02 PM Aug 08, 2025Updated: 06:02 PM Aug 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সিনেমার লক্ষ্মীলাভের সঙ্গে তারকাজুটির সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার খবর সিনেদুনিয়ায় নতুন নয়! সিনেমা সুপারহিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বর্য-অভিষেক, শাহিদ-করিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা, অনস্ক্রিনের রোম্যান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তবে এবার বলিউডে জব্বর খবর, শুধু রিল নয়, সাইয়ারা জুটির প্রেম নাকি 'রিয়েল লাইফে'ও জমে ক্ষীর। আর সেই জল্পনাযজ্ঞেই ঘৃতাহূতি করল নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও।

Advertisement

কী এমন ছিল সেই ভিডিওতে? প্রশ্ন অস্বাভাবিক নয়! দেখা গিয়েছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাঁদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, অহন তাঁর অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। তারকাদের উপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতসকাচ থাকে। অতঃপর অহন-অনীতের এহেন 'লাজুক' সমীকরণ কিংবা 'প্রেম-প্রেম ভাব' নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, 'সাইয়ারা' জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।


প্রসঙ্গত , মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাঁদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন।' সব মিলিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছে এই ছবি। বক্স অফিসেও সম্প্রতি ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে 'সাইয়ারা'। এবার সেটা চলতি বছর ৬০১ কোটির ব্যবসা করা 'ছাবা'র রেকর্ড টপকে শীর্ষস্থানে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডে জব্বর খবর, শুধু রিল নয়, সাইয়ারা জুটির প্রেম নাকি 'রিয়েল লাইফে'ও জমে ক্ষীর।
  • আর সেই জল্পনাযজ্ঞেই ঘৃতাহূতি করল নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও।
  • অতঃপর অহন-অনীতের এহেন 'লাজুক' সমীকরণ কিংবা 'প্রেম-প্রেম ভাব' নজর এড়ায়নি অনুরাগীদের।
Advertisement