shono
Advertisement
Zubeen Garg

'খুন হয়েছেন জুবিন গর্গ', দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে অসম বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত

জুবিনমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
Published By: Sandipta BhanjaPosted: 01:10 PM Nov 25, 2025Updated: 03:25 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতদন্তের জন্য সেপ্টেম্বর মাসে 'সিট' গঠন করে অসম সরকার। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে চার্জশিট জমা দেবেন তদন্তকারীরা। তার প্রাক্কালেই অসম বিধানসভায় বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা।

Advertisement

জুবিন মৃত্যুর পরই ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন হিমন্ত। এমনকী নভেম্বর মাসের গোড়ার দিকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ষড়যন্ত্রে তত্ত্বে জোর দিয়ে বলেন, 'খুন হয়েছেন জুবিন গর্গ।' এবার অসমের বিধানসভায় মুলতুবি প্রস্তাবের সময়ে বিরোধী শিবির জুবিন গর্গ প্রসঙ্গ উত্থাপন করলে তখনও হিমন্ত বিশ্বশর্মা জোর দিয়ে বলেন, "এটা অপরাধমূলক যড়যন্ত্রের আশঙ্কা নয়, বরং সোজাসাপটাভাবে বলতে হলে, খুনই হয়েছেন জুবিন।" এদিকে ২১ নভেম্বর পর্যন্ত অভিযুক্তদের বয়ান রেকর্ডের সময়সীমা বেঁধে দেওয়া হলেও সোমবার তা বাড়িয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তদন্তকারী কমিশনের তরফে। উল্লেখ্য, গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার ত্বত্ত্বাবধানে সংশ্লিষ্ট কমিশন গত ৩ নভেম্বর থেকে ঘটনার সঙ্গে যুক্ত সকলের বয়ান রেকর্ড করা শুরু করেছে।

এর আগে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, "১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যমৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করব না। ডিসেম্বর মাসের ১৭ তারিখ জুবিন গর্গের ‘খুনে’র চার্জশিট জমা দিতে হবে। যদিও আমি ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছি। আমরা সব দিক থেকে প্রস্তুত। বিদেশে কোনও ঘটনা ঘটলে চার্জশিট দাখিলের আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টি জানিয়েছি ইতিমধ্যে, যাতে উনি দ্রুত অনুমোদন দিতে পারেন। সিট-এর তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি গিয়েছে। অনুমোদন পেলে, আমরা ৮, ৯ কিংবা ১০ ডিসেম্বর চার্জশিট দাখিল করব।"

প্রসঙ্গত, জুবিন (Zubeen Garg) মৃত্যুতে এখনও পাঁচজন অভিযুক্ত কাঠগড়ায়। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। অক্টোবর মাসের ৩ তারিখ প্রেপ্তার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্তকে। এছাড়াও জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর তুতো ভাইকে। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুবিন মৃত্যুর পরই ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন হিমন্ত।
  • নভেম্বর মাসের গোড়ার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ষড়যন্ত্রে তত্ত্বে জোর দিয়ে বলেন, 'খুন হয়েছেন জুবিন গর্গ।'
  • এবার অসমের বিধানসভায় মুলতুবি প্রস্তাবের সময়ে বিরোধী শিবির জুবিন গর্গ প্রসঙ্গ উত্থাপন করলে খুনের তত্ত্বেই জোর দেন হিমন্ত।
Advertisement