shono
Advertisement

Breaking News

Salman Khan

এক ছবিতে সলমন-রজনীকান্ত-কমল হাসান! 'জওয়ান ২' নিয়ে আসছেন অ্যাটলি?

নিজের ফ্লপ কপালকে ব্লকবাস্টার বানাতে এবার সেই অ্যাটলির শরণাপন্ন সলমন খান!
Published By: Akash MisraPosted: 02:54 PM Dec 18, 2024Updated: 03:08 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী পরিচালক অ্যাটলি মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। অ্যাটলির ছবি মানেই রেকর্ড ব্যবসা। তার হাতে গরম প্রমাণ শাহরুখ খানের 'জওয়ান'। যেভাবে গত বছর জওয়ান শাহরুখ ঝড় তুলেছিলেন, তা ছিল পর পরর ছবি ফ্লপের বাজারে বলিউড ইন্ডাস্ট্রির স্টেরোয়েড। আর তাই তো নিজের ফ্লপ কপালকে ব্লকবাস্টার বানাতে এবার সেই অ্যাটলির শরণাপন্ন সলমন খান! হ্যাঁ, এবার অ্য়াটলির সঙ্গে জুটি বেঁধে ছবি তৈরি করতে চলেছেন বলিউডের ভাইজান।

Advertisement

শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনায় তৈরি ছবি 'বেবিজন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যেই ছবির ট্রেলার হইচই ফেলে দিয়েছে। তারই মাঝে নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্য়াটলি।

জানা গিয়েছে, অ্য়াটলির এই নতুন ছবিতে একফ্রেমে দেখা যাবে সলমন খান, রজনীকান্ত, কমল হাসানকে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ। শুরু হয়ে গিয়েছে অন্যান্য কাস্টিংয়ের কাজও। শোনা যাচ্ছে, নতুন বছরেই শুরু হবে এই ছবি। অ্যাটলি ঘনিষ্ঠদের মতে, এই ছবির জন্য সলমন একেবারেই রাজি। তবে এখনও সবুজ সংকেত দেওয়া বাকি রজনীকান্ত ও কমল হাসানের। তবে অ্যাটলি নাকি জানিয়েছেন, রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই শুরু হয়ে যাবে ছবির শুটিং।  

সূত্রের খবর, এই ছবিকে নাকি জওয়ান ২ হিসেবেই দেখা হচ্ছে। এমনকী, নামও নাকি রাখা হবে তাই। শাহরুখের পর সলমন, রজনীকান্ত, কমল হাসানের কাঁধেই জওয়ানের কাণ্ডারী দেবেন অ্যাটলি।

সলমন এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'-এর শুটিংয়ে। এই ছবিতে রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন সলমন। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সলমন এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'-এর শুটিংয়ে।
  • আর তাই তো নিজের ফ্লপ কপালকে ব্লকবাস্টার বানাতে এবার সেই অ্যাটলির শরণাপন্ন সলমন খান!
Advertisement