সুকুমার সরকার, ঢাকা: অভিনেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আগে। তার জল গড়িয়েছে থানাতেও। এবার পরীমণির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর পরিচারিকা পিংকি আক্তার।
পিংকির দাবি, সাদির নাকি নিত্যদিন পরীমণির বাড়িতে যাতায়াত। একই বিছানায় ঘুমোন। গায়ক সাদি তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। পরীমণির অনুরাগীরা শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই গুঞ্জন। শোনা গিয়েছে, তাঁরা নাকি সংসারও পাতবেন বলেই স্থির করেছেন। সম্প্রতি ইদের মেহেন্দিতে নায়িকার হাতে 'এস' অক্ষর দেখা গিয়েছে। যার ফলে প্রেমের জল্পনা আরও মাথাচাড়া দেয়। এই পরিস্থিতিতে সাদির বিরুদ্ধে ওঠা পরিচারিকার অভিযোগ নিয়ে জোর শোরগোল।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ভাটার থানায় পরীমণির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিচারিকা পিংকি আক্তার। তিনি দাবি করেন, গত ২ এপ্রিল পরীমণির মেয়েকে বসিয়ে রেখে বাজারে তালিকা করছিলেন। সেই সময় কান্নাকাটি জুড়ে দেয় খুদে। সৌরভ নামে পরীমণির পরিচিত একজন শিশুকে সলিড খাবার খাওয়াতে বলেন। পিংকি জানান, এই সময় তার শুধুমাত্র দুধ দেওয়া যেতে পারে। সেইমতো দুধ তৈরি করতে যান পরিচারিকা। ইতিমধ্যে মেকআপ রুম থেকে অভিনেত্রী বেরিয়ে আসেন। পরিচারিকার দাবি, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেন পিংকি। আরও বড় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। দুঃসময়ে অভিনেত্রীর পাশে দাঁড়ান তসলিমা নাসরিন। সোশাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্টও করেন তিনি।