shono
Advertisement
Saif-Kareena on

'আমার শাশুড়ি বরাবর বাংলার বাঘিনী ছিলেন, থাকবেন', 'পুরাতন' রিলিজে শুভেচ্ছা করিনার, সইফ কী বললেন?

শাশুড়ি শর্মিলা ঠাকুরের 'চিয়ার লিডার' বউমা বেবো। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 11:44 AM Apr 12, 2025Updated: 11:44 AM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু টলিউড নয়, দীর্ঘ এক দশক বাদে বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুরের প্রত্যাবর্তনে বলিউড থেকেও শুভেচ্ছার সুনামি। শুক্রবারই মার্কিন মুলুকে ঋতুপর্ণা সেনগুপ্তর 'চিয়ার লিডার' হিসেবে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শাশুড়ি শর্মিলা ঠাকুরের হয়ে গলা ফাটালেন পতৌদিদের বউমা বেবো। এক ভিডিও বার্তায় গোটা 'পুরাতন' টিমকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর খান। বাদ যাননি সইফ আলি খানও।

Advertisement

বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করা পছন্দ শর্মিলা ঠাকুরের। যে নায়িকা সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেসংসারে পা রেখেছিলেন, সেই ‘অপর্ণা’ যে চরিত্র কিংবা গল্প নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে হবেন, সেটা স্বাভাবিক। তাই সম্ভবত বাংলা সিনেদুনিয়ায় ফিরতে ১৪ বছর সময় নিলেন প্রবীণ অভিনেত্রী। শোনা যাচ্ছে, 'পুরাতন' দিয়েই নাকি ফিল্মি কেরিয়ারে যতিচিহ্ন টানতে চলেছেন শর্মিলা ঠাকুর। প্রবীণ অভিনেত্রীর আশঙ্কা, 'পুরাতন'-এর জন্য যেমন সিঁড়ি ভেঙে শট দিয়েছেন, আর কখনও বোধহয় সেটে এত সাবলীলভাবে পরিশ্রম করতে পারবেন না। পরিচালক সুমন ঘোষও জানিয়েছিলেন, এটাই শর্মিলা ঠাকুরের শেষ ছবি হতে চলেছে সম্ভবত, তাই প্রেক্ষাগৃহে থাকতে থাকতেই এই ছবি সকলে দেখে নিন। কারণ ওটিটি রিলিজের জন্য মাস ছয়েকের বেশি অপেক্ষা করতে হতে পারে। শর্মিলা ঠাকুরের ফিল্মি কেরিয়ারে ইতি টানার জল্পনা নিয়ে যখন অনুরাগীরা আক্ষেপ প্রকাশ করছেন, তখন সেই আবহেই বউমা বেবো 'চিয়ার লিডার' হলেন শাশুড়ির জন্য।

এক ভিডিও বার্তায় করিনা কাপুর জানিয়েছেন, "১৪ বছর পর বাংলা সিনেমায় আমার শাশুড়ি, শর্মিলা ঠাকুরের প্রত্যাবর্তন। উনি বরাবরই বাংলার আসল বাঘিনী ছিলেন, থাকবেনও। আমার মতো আরও অনেক দর্শকরা সকলেই 'পুরাতন' দেখার জন্য মুখিয়ে রয়েছেন বলে আমি নিশ্চিত। 'পুরাতন' টিমের সকলেকে অসংখ্য শুভেচ্ছা রইল।" সইফ আবশ্য স্ত্রীয়ের আগেই মায়ের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। অভিনেতাকে বলেত শোনা গেল, "এত সুন্দর একটি প্রয়াসের জন্য ধন্যবাদ জানাই সুমন ঘোষ ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতু খুব ভালো প্রযোজক আর এই ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি সম্পর্কের বন্ধনের গল্প। হলফ করে বলতে পারি, শুধু আমি বা আমাদের পরিবার নয়, আমার আম্মাকে (মা) পর্দায় দেখার জন্য আরও অনেকেই উচ্ছ্বসিত। ছবির সঙ্গে যুক্ত সকলের উদ্দেশে শুভেচ্ছা রইল। ১৪ বছর বাদে বাংলা সিনেমায় ফিরলেন বলে কথা! আমার মা শর্মিলা ঠাকুরকেও অসংখ্য শুভেচ্ছা। গোটা দেশ জুড়ে মুক্তি পেল 'পুরাতন'। আগামিতে যেন সিনেমাটা দর্শকের মনে জায়গা পায়, সেই কামনাই করব।"

পরিচালক সুমন ঘোষের ‘পুরাতন’ ছবির হাত ধরে দীর্ঘদিন বাদে বাংলা ছবিতে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমা রিলিজের আগেই বেশ কিছু ঝলকে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছিলেন এই ছবির রাশ তাঁর হাতে। সুমন ঘোষের ফ্রেমে মা-মেয়ের রসায়ন এর আগে বহুল প্রশংসিত হয়েছিল বিদেশের মাটিতে। এবার দেশে রিলিজ হতেই প্রশংসার জোয়ার। সইফ-করিনার ভিডিও বার্তায় আপ্লুত ঋতুপর্ণার মন্তব্য, 'তোমাদের তরফে ভালোবাসা এবং শুভেচ্ছাপ্রাপ্তি সত্যিই আমাদের কাছে বিশেষ। তোমার সমর্থন এবং উৎসাহ আমার এবং ‘পুরাতন’-এর পুরো টিমের কাছে খুব মূল্যবান। কিংবদন্তি শর্মিলা ঠাকুরের এবং এই ছবির জন্য এমন উৎসাহ প্রদান আমাদের ছবিটিকে আরও অর্থবহ করে তুলল।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাশুড়ি শর্মিলা ঠাকুরের হয়ে গলা ফাটালেন পতৌদিদের বউমা বেবো।
  • এক ভিডিও বার্তায় গোটা 'পুরাতন' টিমকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর খান। বাদ যাননি সইফ আলি খানও।
  • সইফ-করিনার ভিডিও বার্তায় আপ্লুত ঋতুপর্ণা সেনগুপ্ত।
Advertisement