ধারাবাহিকের পাশাপাশি ফের বড়পর্দায় দেখা যাবে জীতু কমলকে। এবার বেশ অন্যরকমের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এবার নাকি পর্দায় জীতু হবেন 'চোর'।
হ্যাঁ ঠিকই, এবার চোরের ভূমিকায় দেখা যাবে জীতুকে (Jeetu Kamal)। অগ্নিদেব চট্টোপাধায়্য পরিচালিত ছবি 'চোর'-এ এবার চোরের ভূমিকায় দর্শক দেখবেন জীতুকে। এ যে অভিনেতার কেরিয়ারে একেবারেই নতুন ধরনের চরিত্র তা বলাই বাহুল্য। এই ছবির গল্প আবর্তিত হবে একটি রাতের ঘটনাকে ঘিরে। শুধু তাই নয়, এই ছবি নাকি দর্শকের মনেও উসকে দেবে বহু প্রশ্ন। শোনা যাচ্ছে, ছবির গল্পের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু নাকি হতে চলেছেন এই ছবির পুরুষ চরিত্ররাই। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শঙ্কর চক্রবর্তী, জীতু কমল ও রাজেশ শর্মা। তবে পুরুষ চরিত্র ছবির মূল কেন্দ্রবিন্দু হলেও ছবিতে নারীচরিত্রও থাকছে। ছবিতে দেখা যাবে অঞ্জনা বসু, মানসী সিনহা ও দেবলীনা কুমারে অভিনয়।
ছবি: সোশাল মিডিয়া
এই ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক-জায়া সুদীপা চট্টোপাধ্যায়। বলে রাখা ভালো এই ছবির হাত ধরেই বহুবছর পর পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। জীতুকে নিয়ে তাঁর নতুন ছবি পরিচালনার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। সেই ইচ্ছাই অবশেষে পূরণ হতে চলেছে। কামব্যাক ছবিতে নুতুন কী টুইস্ট আনছেন পরিচালক তা এখন দেখার। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। সব ঠিক থাকলে চলতি বছর মে মাসে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
