shono
Advertisement
Jishu Sengupta

বাঙালি যিশুর প্রেমে গুজরাটের কন্যা শিনাল সুর্তি? টলিপাড়ায় শোরগোল

লিভ ইন রিলেশনে মত্ত যিশু!
Published By: Akash MisraPosted: 07:15 PM Jul 23, 2024Updated: 08:10 PM Jul 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক্স: কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের ভাঙন নিয়ে মুখর টলিপাড়া। তবে এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা মুখ খুলতে না চাইলেও, নতুন গুঞ্জন বলছে  টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুর্তি! প্রেমের আগুন দুদিকেই জোরদার। তবে শুধুই প্রেম নয়, মুম্বইয়ে একসঙ্গেও নাকি থাকছেনও যিশু ও শিনাল! কর্মসূত্রে শিনাল যিশু সেনগুপ্তর আপ্ত সহায়ক। প্রায় ৫ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। 

Advertisement

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে চোরাপথেই আসে! মাঝপথে যদি থেমে যায় কোনও সম্পর্কের গতি? সেটা যে কোনও ব্যক্তির জন্যই সুখকর নয়, তা বলাই বাহুল্য! জীবনের কি এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন যিশু-নীলাঞ্জনা? সোশাল মিডিয়ায় নামের পাশে যেখানে এতদিন ‘সেনগুপ্ত’ পদবী জ্বলজ্বল করত, সেই পরিচয় এখন বদলে ফেলেছেন নীলাঞ্জনা। মন খারাপের পোস্টও ভিড় করেছে তাঁর সোশাল ওয়ালে।

যিশুর ঠিক পাশে দাঁড়িয়ে শিনাল। ছবি সৌজন্যে- ফেসবুক

[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]

প্রসঙ্গত, যিশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন। বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন (অভিনেত্রী নন)! আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি। দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে এখন নীলাঞ্জনার সোশাল ওয়ালে মন খারাপের ভিড়। কখনও নিজের পিঠ চাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে, আবার কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা।

যিশু-পত্নী লিখেছেন, “এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।” পাশাপাশি নীলাঞ্জনা আরও লেখেন, “জীবনের সবচেয়ে অন্ধকার সময় তোমাকে সবথেকে শক্তিশালী করে তোলে”। সেই পোস্ট এবং নামের পাশ থেকে পদবী সরিয়ে নেওয়ার পর থেকেই সংসারে ভাঙন ধরার জল্পনার সূত্রপাত! এই বিষয়ে অভিনেত্রী-প্রযোজককে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, পাওয়া যায়নি! মাসখানেক আগে মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন নীলাঞ্জনা।

২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত। ধারাবাহিক, টেলিসিরিজের পর্দায় যিশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের জেষ্ঠকন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তার পর যিশু-নীলাঞ্জনার প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তান এল। সন্তান-সংসারই নীলাঞ্জনার ধ্যানজ্ঞান হয়ে ওঠে। এদিকে টলিউড, বলিউডের একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন যিশু। এই কর্মব্যস্ততাই কি যিশু-নীলাঞ্জনার দূরত্ব বাড়াল? কানাঘুষো বিচ্ছেদের জল্পনা-গুঞ্জন যতই শোনা যাক না কেন, আশা করা যায় এই দূরত্ব ঘুচে গিয়ে আবারও সুখীদম্পতি হিসেবে একফ্রেমে ধরা দেবেন তাঁরা।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement