সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনশ্রী ভার্মার সঙ্গে তাঁর চার বছরের বিবাহিত জীবন নাকি যতিচিহ্নের সামনে! এমনই গুঞ্জন ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের দাম্পত্য জীবন নিয়ে। বৃহস্পতিবারই এই নিয়ে মুখ খুলেছিলেন ধনশ্রী। এবার সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন চাহালও। ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগনঘন পোস্ট করে তিনি তাঁর ফ্যানদের কাছে আর্জি জানালেন, ভিত্তিহীন গুঞ্জনে কান না দিতে। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, তাঁর ক্রিকেটীয় যাত্রাও এখনও শেষ হওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে।
তবে একটি 'কিন্তু' থেকে গিয়েছে আজকের পোস্টে। চাহাল লিখেছেন, 'আমি লক্ষ্য করেছি বেশ কিছু সোশাল মিডিয়া পোস্টে এমন গুঞ্জন রয়েছে যা হয়তো সত্যি, হয়তো নয়।' সেই সঙ্গেই তাঁর আর্জি এমন গুঞ্জন সৃষ্টি না করারও। কেননা 'এর ফলে আমাকে ও আমার পরিবারকে তীব্র যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে।'
এদিকে ধনশ্রীও সোশাল মিডিয়াতেই তাঁদের দাম্পত্যের ফাটল নিয়ে গুঞ্জনের প্রেক্ষিতে মুখ খুলেছেন এদিনই। তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'গত কয়েকটা দিন আমার পরিবারের খুব কঠিন কেটেছে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হল, কোনওরকম তথ্য যাচাই না করেই সমাজমাধ্যমে ভিত্তিহীন লেখালেখি হচ্ছে। আমাকে নিয়ে বিভ্রান্তিকর লেখালেখি, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা সবই হয়েছে।'
গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। তাতে ফের তাঁদের সম্পর্কে চির ধরার চর্চা উঠে আসে শিরোনামে। সেই গুঞ্জন তুঙ্গে পৌঁছতেই এবার মুখ খুললেন দুজনই।