shono
Advertisement
Celina Jaitly

'লাগাতার অ্যানাল সেক্সে'র পর বিবাহবার্ষিকীতে সেলিনা জেটলিকে ডিভোর্সের নোটিস অজি স্বামীর, বিস্ফোরক নায়িকা

অস্বাভাবিক যৌনচারের পাশাপাশি পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সেলিনা জেটলি। তাঁর দাম্পত্য যন্ত্রণার বর্ণনা শুনলে শিউড়ে উঠতে হয়!
Published By: Sandipta BhanjaPosted: 07:07 PM Jan 14, 2026Updated: 07:20 PM Jan 14, 2026

গত নভেম্বর মাসেই স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন সেলিনা জেটলি (Celina Jaitly)। নিত্যদিন মারধর, অস্বাভাবিক যৌনচারের পাশাপাশি পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন নায়িকা। তবে এবার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন সেলিনা। যে দাম্পত্য যন্ত্রণার বর্ণনা শুনলে শিউড়ে উঠতে হয়!

Advertisement

সেলিনা জেটলি জানিয়েছেন, ১৫তম বিবাহবার্ষিকীর দিন উপহার দেওয়ার অজুহাতে স্থানীয় পোস্ট অফিসে নিয়ে গিয়ে তাঁর হাতে ডিভোর্সের নোটিস ধরিয়েছেন অজি স্বামী পিটার হগ। শুধু তাই নয়, অ্যাকাউন্টে সামান্য টাকা দিয়ে একপ্রকার সেলিনাকে রাতারাতি অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হয়। এহেন 'টক্সিক' দাম্পত্যের বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী! সেলিনার মন্তব্য, "পঁচিশ সালের ১১ অক্টোবর রাত একটায় প্রতিবেশীদের সহায়তায় কোনওরকমে প্রাণ হাতে আমি অস্ট্রেলিয়া ছেড়েছিলাম। মাত্রাতিরিক্ত নির্যাতনের হাত থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নিই। কিন্তু তারপর থেকেই আমার সন্তানদের সঙ্গে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না।"

সেলিনার দাবি, "আমার তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে থাকে। সন্তানদের সঙ্গে সমস্তরকম যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার। পাশাপাশি আমার সন্তানদের ব্রেনওয়াশ করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে, যাতে তারা আমার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমি তো একজন মা। জন্মের পর থেকে ওদের যত্ন নেওয়া ছাড়া আর অন্য কিছুতে মন দিইনি। পেশাগতভাবে ওদের বাবার পাশে থাকার জন্য এক দেশ থেকে অন্য দেশে ঘুরেছি মাত্র। সেখানকার আদালত আমাদের সন্তানের যৌথ হেফাজতের নির্দেশ দিলেও আমাকে বারবার বাধা দেওয়া হচ্ছে।" এখানেই অবশ্য শেষ নয়!

সেলিনার অভিযোগ, “২০১২ সালের দিল্লির ধর্ষণকাণ্ডের কথা মনে করিয়ে পিটার আমাকে হুমকি দিয়েছিল, যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেব! ২০১৪-১৫ সাল থেকে আমাকে ওর অফিসের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত। বলত, এতে অফিসে ওর পদমর্যাদা বাড়বে। রাত হলেই আমাকে উপরের ঘরে ডেকে পাঠিয়ে চলত অকথ্য যৌনঅত্যাচার। বিকৃত যৌনচারে অভ্যস্ত ছিল পিটার। নিত্যদিন পায়ুকামে (অ্যানাল সেক্স) বাধ্য করত আমাকে। স্ত্রী হিসেবে আমার প্রতি মানসিক টান তো দূরঅস্ত, আমাকে যৌনপুতুলে পরিণত করেছিল স্বামী পিটার হগ। সন্তানদের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত।”

বছরখানেক ধরে সিনেপর্দা, লাইমলাইটের অন্তরালে থাকলেও একসময়কার ‘বোল্ড’ বলিউড নায়িকাকে নিয়ে চর্চার অন্ত নেই! প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে ২০১১ সালে সংসার পেতেছিলেন সেলিনা। তিন সন্তানও রয়েছে তাঁদের। তবে সেলিনার অভিযোগ, “স্বামী হাতে লাগাতার মারধরের শিকার তিনি।” এও অভিযোগ করেছেন যে, পিটার হগ পুরোপুরি তাঁর কেরিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নয়।” প্রসঙ্গত ২০১১ সালে অস্ট্রেলিয়ায় পিটার হগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের জন্ম দেন সেলিনা। পরবর্তীতে ২০১৭ সালেও আরও দুটি যমজ পুত্রসন্তান হয় তাঁর। যদিও বিরল হৃদরোগের জন্য তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। সেই শোক যে আজও কুড়ে কুড়ে খায় অভিনেত্রীকে, সেকথা একাধিকবার জানিয়েছেন তিনি। মাস তিনেক আগে আরবে আটকে থাকা ভাইয়ের জন্যেও দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেলিনা। এবার স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement